কালারমারছড়ায় জমির বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলায় মহিলাসহ আহত ৪ - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৯-১৯ ১৪:১৬:১৯

কালারমারছড়ায় জমির বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলায় মহিলাসহ আহত ৪

বার্তা পরিবেশক: কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমার ছড়ায় জায়গা-জমির জের ধরে ২ ভাইয়ের মধ্যে এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। উক্ত হামলার ঘটনায় মহিলাসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতরা বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা। ১৭ সেপ্টেম্বর সকালে কালারমারছড়ার মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, কালারমার ছড়ার নুনাছড়ি এলাকার ফকিরা ঘোনার বাসিন্দা আব্দুল আজিজ প্রকাশ বাদশার সাথে ভাই আবু তালেবের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমির বিরোধ চলে আসছিলো। ওই বিরোধের জের ধরে গত ১৭ সেপ্টেম্বর সকালে আবু তালেব ভাড়াটিয়া সশস্ত্র সন্ত্রাসী বাহিনী দিয়ে আব্দুল আজিজ বাদশার পরিবারের উপর হামলা চালায়। এতে আব্দুল আজিজ বাদশা, মিরাজু, রাবিয়া, মনিসহ ৪ জন গুরুতর আহত হয়। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে গেলে ওইখানকার কর্তব্যরত চিকিৎসকরা আহতদের অবস্থা গুরুতর দেখে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করে। ভুক্তভোগিরা জানিয়েছে, আবু তালেব বেপরায়া হয়ে সন্ত্রাসী বাহিনী গঠন করে নিত্যদিনে এলাকায় ঘটনা ঘটিয়ে আসছে। তারা আরও জানায়, ঘটনার বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ও মহেশখালী থানা পুলিশ অবগত রয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

আরো সংবাদ