কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে থেমে থেমে সংঘর্ষ আহত ১২ - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০৮-৩০ ১২:১৪:০৪

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে থেমে থেমে সংঘর্ষ আহত ১২

কক্সবাজার কন্ঠ : কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। ২৯ ও ৩০ আগস্ট কুতুপালং ক্যাম্পের মুন্না গ্রুপ এবং ইসলাম মাহাদ গ্রুপের মধ্যে থেমে থেমে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
তবে বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন ১৪ এপিবিএন’র অধিনায়ক মোহাম্মদ আতিকুল ইসলাম।

তিনি বলেন, কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের মুন্না গ্রুপের সঙ্গে অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ইসলাম মাহাদ গ্রুপের মধ্যে ইয়াবা পাচার ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে ২৯ আগস্ট শনিবার ফাঁকা গুলিবর্ষণের মাধ্যমে এটি প্রকাশ্যে রূপ নেয়। ৩০ আগস্ট রবিবারও থেমে থেমে সংঘর্ষ হয়।
এ সময় উভয়পক্ষের ২০টিরও বেশি ঝুঁপড়ি ঘর এবং বেশ কয়েকটি ওয়াটার সাপ্লাইয়ের ট্যাংক ভাংচুর করা হয়। খবর পেয়ে এপিবিএন, ১৫ আনসার ব্যাটালিয়ানসহ  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে দুই গ্রুপের সদস্যরা পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের পরিচয় পাওয়া যায়নি। সংঘর্ষে অংশ নেয়া রোহিঙ্গাদের ধরার চেষ্টা চলছে বলে জানাগেছে।

আরো সংবাদ