কুতুবদিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীর বাল্য বিয়ে পন্ড - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০১৯-১২-০৪ ০৫:৩৫:৪৮

কুতুবদিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীর বাল্য বিয়ে পন্ড

কুতুবদিয়া: ইউএনও’র হস্তক্ষেপে ৭ম শ্রেণির ছাত্রীর বাল্য বিয়ের আয়োজন বন্ধ হলো। ৩ ডিসেম্বর উপজেলার লেমশীখালী ইউনিয়নের ঠান্ডা চৌকিদার পাড়ায় এ বাল্য বিয়ের আয়োজন ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়,ওই গ্রামের ইউনুছের অপ্রাপ্ত বয়স্ক মেয়ে স্থানীয় আল ফারুক দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী রেশমা আক্তার ঝুমা (১৩) এর সাথে একই গ্রামের আবু মুছার পুত্র রুবেল‘র সাথে মঙ্গলবার বিয়ের আয়োজন চলছিল। বিষয়টি এলাকাবাসি উপজেলা নির্বাহি অফিসারকে জানালে তিনি ওই মাদ্রাসার সুপার মোর্শেদুল মন্নান ও লেমশীখালী ইউপি চেয়ারম্যান আক্তার হোছাইনকে তদন্ত করে বাল্য বিয়ে বন্ধের নির্দেশ দেন। নির্দেশ পেয়ে দুপুরেই মাদ্রাসার সুপার , স্থানীয় ইউপি সদস্য ও  চৌকিদারসহ বিয়ে বাড়িতে গিয়ে বিূেয়র যাবতীয় আয়োজন বন্ধসহ মেয়ের পিতা-মাতার কাছ থেকে মুচলেকা নেন বলে ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিন জানান। এছাড়া পর দিন থেকে পুণ:রায়  ছাত্রীকে মাদ্রাসায় পাঠানোর নির্দেশ দেয়া হয় বলেও তিনি জানান।

[the_ad id=”36442″]

অভিযোগ রয়েছে অধিকাংশ বাল্য বিয়ের আয়োজন বন্ধ হলেও বিয়ে বন্ধ হচ্ছেনা। কুতুবদিয়া মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী মারুফা খানম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাল্য বিয়ের আয়োজন প্রশাসন বন্ধ করে দিচ্ছেন। কিন্তু বিয়ে বন্ধ হচ্ছেনা। দু‘সপ্তাহ আগেও একই এলাকাূয় ৭ম শ্রেণির স্কুল ছাত্রীর বাল্য বিয়ের আয়োজন পন্ড করে দেন প্রশাসন। তবে অন্যত্র গিয়ে গোপনে সেটি স্ট্যাম্পের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। গোপন চৃুক্তিতে বিয়ে হয় বর-কনের অভিভাবকদের দ্বারা। এ অপরাধের শাশিÍ নিশ্চিত না হলে বাল্য বিয়ে রোধ হবেনা। উপজেলা নির্বাহি অফিসার মো. জিয়াউল হক মীর বলেন, গতকালের বাল্য বিয়েটি তাৎক্ষণিক সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে তা বন্ধ করা হয়েছে। উপজেলায় অধিক বাল্য বিয়ে হচ্ছে লেমশীখালী ও আলী আকবর ডেইল ইউনিনে। জনপ্রতিনিধিরা তৎপর না হলে সামাজিক এ ব্যাধি বন্ধ হবেনা। প্রশাসন সব সময়ই প্রস্তুত থাকেন বাল্য বিয়ে প্রতিরোধ এবং বন্ধে।

আরো সংবাদ