কেনা চালে দুর্গন্ধ কীটপতঙ্গ - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৯-০২ ২০:৪৩:৪৩

কেনা চালে দুর্গন্ধ কীটপতঙ্গ

খাদ্য অধিদফতরের মাঠপর্যায়ের কেনাকাটায় ব্যাপক অনিয়ম, ভিজিডি ভিজিএফের বিতরণের চালও হাত বদল হয়ে আসে খাদ্য গুদামে

কেনা চালে দুর্গন্ধ কীটপতঙ্গ
খাদ্য অধিদফতরের মাঠপর্যায়ের চাল কেনাকাটায় ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নিম্নমানের দুর্গন্ধযুক্ত চাল কেনা হচ্ছে। এ ছাড়া প্রায় অর্ধশত এলএসডির (স্থানীয় সরবরাহ কেন্দ্র) চালের মান নিয়েও প্রশ্ন ওঠেছে। গুদামে সংরক্ষিত পুরাতন চালের সঙ্গে নতুন কেনা চালে পাওয়া যাচ্ছে জীবন্ত-মৃত কীটপতঙ্গ। সেই সঙ্গে চালের ওজন নিয়ে কারসাজি, বিলের টাকা আত্মসাৎ, বিল পরিশোধে অনিয়ম এবং গুদামে অবৈধভাবে চাল আটকে রাখারও অভিযোগ আছে এলএসডি গুদাম কর্মকর্তাদের বিরুদ্ধে। আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের গুদাম পরিদর্শন প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। খোঁজ নিয়ে জানা গেছে, ভিজিডি-ভিজিএফের বিতরণ করা চাল স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে হাত বদল হয়ে আবারও আসছে খাদ্য গুদামে। নতুন চালের নামে পুরনো চাল কেনা হচ্ছে। প্রথমে ভিজিডি-ভিজিএফ’র বিতরণ হওয়া চাল ক্রয় করেন স্থানীয় মিলাররা। আবার সেই চাল মিলারদের কাছ থেকে কিনছেন এলএসডির গুদাম কর্মকর্তারা। অনেক ক্ষেত্রে কর্মকর্তারা নিজেদের লোক দিয়ে ভিজিডি-ভিজিএফের চাল ক্রয় করে কাগজে-পত্রে মিলারের নামে চালিয়ে দিচ্ছেন।

খাদ্য অধিদফতরের কর্মকর্তারা বলেছেন, সংশ্লিষ্টরা চালাকির আশ্রয় নিয়ে ভিজিডি-ভিজিএফের বিতরণ করা চাল কিনে আবারও গুদামে রাখছেন। সেই সঙ্গে ডিও হওয়া ভিজিডি ও ভিজিএফের চাল অবৈধভাবে বছরের পর বছর আটকে রাখা হচ্ছে গুদামে। এসব অনিয়মের ব্যাপারে জানতে চাইলে খাদ্য অধিদফতরের মহাপরিচালক ড. মোছাম্মৎ নাজমানারা খানুম গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমন-১৮ চালে দু-এক জায়গায় আমরা এমনটা পেয়েছি। এই অভিযোগ ঢালাও নয়। আমরা যেখানে অভিযোগ পাচ্ছি ব্যবস্থা নিচ্ছি। এটা অব্যাহত থাকবে। তিনি বলেন, আমরা চেষ্টা করছি, আগামীতে যাতে এমন অভিযোগ না পাওয়া যায়। নতুন চালের বিষয়ে অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা। প্রথমে সাসপেন্ড, এরপর যা করা যায়। নতুন চালে দুর্গন্ধের বিষয়ে মহাপরিচালক বলেন, অনেক সময় মিলারদের কাছ থেকেও পুরাতন চাল আসে। তবে আমরা অভিযোগ পেলেই ব্যবস্থা নিচ্ছি। সূত্র জানিয়েছে, বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার রাজাপুর এলএসডিতে দুর্গন্ধযুক্ত চাল পাওয়া গেছে। এ জন্য সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের জুলাইয়ের পরিদর্শন প্রতিবেদনে বলা হয়, পটুয়াখালীর জেলার খেপুপাড়া এলএসডিতে ভিজিএফ ও ভিজিডির বিপুল পরিমাণ চাল ডেলিভারি করা হয়নি। ডিও হওয়া ভিজিডি ও ভিজিএফ চাল বিধিবহির্ভূতভাবে গুদামে রাখা হয়েছে। চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের জুন মাসে পরিদর্শন প্রতিবেদনে বলা হয়, পরিদর্শনকালে সব স্থাপনার চালে ত্রুটিবিচ্যুতি পরিলক্ষিত হয়। চৌমুহনী ও সেনবাগ এলএসডি সংগৃহীত চালে পুরনো চালের উপস্থিতি পাওয়া গেছে। এ কারণে রামু, চৌমুহনী, সেনবাগের সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা বিভাগের কিশোরগঞ্জের ভৈরব এলএসডির বোরো-১৮ চালে জীবন্ত-মৃত কীট পাওয়া গেছে। চালের মান নিয়েও প্রশ্ন উঠেছে। এ জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি খাদ্য সচিব মৌলভীবাজার সদর এলএসডির পরিদর্শনে গিয়ে বস্তায় খোলা চাল দেখতে পান। শ্রীমঙ্গলের এলএসডিতে অবৈধ চালের সন্ধান পান তিনি। এসব অনিয়মের কারণে সচিব তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলএসডির দুজন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দেন। চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের মে মাসের পরিদর্শন প্রতিবেদনে বলা হয়, কাপ্তাই এলএসডির চালে জীবন্ত পোকা, আশুগঞ্জ এলএসডির চালে ভাঙা দানা, কংশনগরে বিবর্ণ চালসহ পটিয়া ও আনোয়ারা এলএসডিতে নানা অনিয়ম পাওয়া গেছে। একইভাবে নাটোরের সিংড়া ও চাঁপাইনবাবগঞ্জের নাচোলের খাদ্য গুদামের চালের মান নিয়ে প্রশ্ন উঠেছে। ফেনীর দাগনভূঁঞা, নোয়াখালীর চরবাদা এলএসডির চালের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক। রাজশাহীর বাঘাবাড়ী এলএসডি থেকে চাঁদপুর সিএসডিতে পাঠানো চালের মান অনেক খারাপ এবং পোকা খাওয়া উল্লেখ করে চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক খাদ্য অধিদফতরে অভিযোগ করেন। রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ও রংপুরে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের মার্চ মাসের পরিদর্শন প্রতিবেদনেও এলএসডির চালের মানে ত্রুটিবিচ্যুতির কথা উল্লেখ আছে। এ ছাড়া পটুয়াখালীর গলাচিপা ও খেপুপাড়া এলএসডির চালের ওজন নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে। খাদ্য অধিদফতরের একাধিক কর্মকর্তা জানান, কিশোরগঞ্জের ভৈরব এলএসডির বোরো-১৮ চালের খামালে জীবন্ত-মৃত কীট পাওয়ার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ