কোরাম সংকটের কারনে রেড ক্রিসেন্টের সাধারণ সভা মুলতবী - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-১২-০৩ ১২:১৬:০৪

কোরাম সংকটের কারনে রেড ক্রিসেন্টের সাধারণ সভা মুলতবী

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের ৪৮তম বার্ষিক সাধারণ সভা-২০২০ বিগত ১৭.১১.২০২০ তারিখের জারীকৃত নোটিশ মোতাবেক গতকাল সকাল ১০.৩০ টায় মোটেল রোডস্থ রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সভার নির্দিষ্ট সময়ের ৪৫মিনিটি অতিক্রান্ত হওয়ার পরেও সভার কোরাম পূর্ণ না হওয়ায় সভার সভাপতি এবং কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিট ও কক্সবাজার জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধূরী সোসাইটির সংগঠণ ও ব্যবস্থাপনা বিধির ১৫(৪) নং বিধি মোতাবেক সভা মুলতবী করেন। মুলতবী সভা আগামীকাল একই সময়ে একই স্থানে অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। আগামীকালকের মুলতবী সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য সবাপতি মহোদয় পুনরায় সকল আজীবন ও বার্ষিক সদস্যদের অনুরোধ জানান।
বার্ষিক সাধারণ সভা মুলতবী হওয়ার পর উপস্থিত আজীবন সদস্যদের অনুরোধে ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্যগণ আজীবন সদস্যদের সাথে ইউনিটের পরবর্তী কার্যক্রম ও ইউনিট কমিটি নির্বাচনকে কিভাবে সুষ্ঠু, নিরপেক্ষ ও সকলের অংশগ্রহণ মূলক করা যায় সে বিষয়ে মতবিনিময় সভায় মিলিত হন। উক্ত মতবিনিময় সভায় বক্তাগণ বিভিন্ন দিকনির্দেশতনামূলক পরামর্শ প্রদান করেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউনিটের আজীবন সদস্য উদয় শংকর পাল মিঠু, আবু জাফর ছিদ্দিক, মোঃ জামাল হোসেন চৌধূরী, মোহাম্মদ হোছাইন, ডাঃ চন্দন কান্তি দাশ ও মোহাম্মদ হোসেন মাসু। মতবিনিময় সভায় ইউনিট কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধূরী, ভাইস-চেয়ারম্যান এড.আয়াছুর রহমান, সেক্রেটারী মোঃ খোরশেদ আলম, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম জানু, অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, মাহমুদল করিম মাদু, সোহেল আহমদ বাহাদুর, অধ্যাপক আবদুর রহিম, ইউনিটের আজীবন ও যুব রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।বিজ্ঞপ্তি

আরো সংবাদ