ক্যাম্পে আশ্রয়হীনদের ভাসানচরে স্থানান্তরের পরামর্শ - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২১-০৩-২৩ ১৩:৩২:৪৬

ক্যাম্পে আশ্রয়হীনদের ভাসানচরে স্থানান্তরের পরামর্শ

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন ছড়িয়েছে বোমা বিস্ফোরণের মতো। পানির রিজার্ভার না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে চরম বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। আশ্রয়হারা এই মানুষগুলোকে দ্রুত ভাসানচরে পূনর্বাসন করতে পরামর্শ দিয়েছেন স্থানীয় সচেতন মহল। সোমবার (২২ মার্চ) বিকেল কক্সবাজারের উখিয়ার বালুখালী ৮- ডব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।

পরে আগুন ক্যাম্পটির লাগোয়া ৮-এইচ, ৯ ও ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ছড়িয়ে পড়ে। সে সময় আগুনে মারা যান নারী ও শিশুসহ ৭ জন। আহত হন ২ জন। দীর্ঘ ৮ ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিভাতে কাজ করে সেনাবাহিনী, বিমানবাহিনী, বিজিবিসহ স্থানীয়রা।

কক্সবাজারের টেকনাফ এবং উখিয়ার বিস্তৃর্ণ পাহাড়ি অঞ্চলে রোহিঙ্গা আবাসস্থলগুলো গড়ে উঠেছে মূলত প্লাষ্টিকের তৈরি ত্রিপল দিয়ে। সে সাথে রয়েছে বাঁশের ব্যবহার। সব কিছুই আগুন ছড়ানোর সহায়ক। যে কারণে সোমবার বিকেলে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আগুন দ্রুত ছড়িয়েছে। আর নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়েছে ফায়ার সার্ভিসকে।

উখিয়া ফায়ার সার্ভিসের ইনর্চাজ, আমাদের পানিবাহী গাড়িগুলো রাস্তা সরু এবং চিকন হওয়ার কারণে আগুনের লক্ষ্যস্থলে পৌঁছাতে পারিনি। সব জায়গায় যাইতে পারি নাই। ক্যাম্পের কাছে নিচু স্থানে পুকুর খনন করে পানি ভরাট করে রাখতে হবে। যাতে আপদকালীন সেই পানি ব্যবহার করে আমরা অগ্নি নির্বাপণ করতে পারি।
এ আগুনে গৃহহীন হওয়া ৪০ হাজার রোহিঙ্গাকে পুনর্বাসন ব্যয় সাপেক্ষ। তাই খরচ কমানোর পাশাপাশি ঝুঁকিমুক্ত রাখতে তাদের ভাসানচরে স্থানান্তরের কথা বলছেন স্থানীয়রাও।

আশির দশক থেকেই এখানে রোহিঙ্গা বসতি গড়ে উঠে। এর মাঝে ২০১৭ সালে ৮ লাখের বেশি রোহিঙ্গা মিয়ানমার সেনাবিহিনীর নিযাতনের শিকার হয়ে পালিয়ে এসে বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় আশ্রয় নেয়।

আরো সংবাদ