ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ১৮৭০ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০১৯-১১-০৭ ২১:৫৬:৩২

ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ১৮৭০ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : মিয়ানমার থেকে রোহিঙ্গা শরনার্থী আগমনের কারণে কক্সবাজারের ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগণের পূণর্বাসনের জন্য বিশ্বব্যাংক ১ হাজার ৮ শ’ ৭০ কোটি টাকা অর্থাৎ ২ শ’ ২০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিতে ইচ্ছা প্রকাশ করেছে। এ অর্থ কক্সবাজারের জণগণের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, যোগাযোগ প্রভৃতি খাতে ব্যয় করা হবে।[the_ad_placement id=”new”]

বৃহস্পতিবার ৭ অক্টোবর কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে এ ইচ্ছার কথার প্রকাশ করেন বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশন্স অফিসার সুলিমান নামারা (Suleiman Namara)। কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সাথে এসময় রোহিঙ্গা শরনার্থী বিষয়ে আরো বিভিন্ন প্রসংগে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জেলা প্রশাসনের বিশ্বস্থ সুত্র  জানিয়েছেন। সুত্রমতে, আলোচনায় রোহিঙ্গা শরনার্থী আগমনের কারণে স্থানীয় জনগোষ্ঠীর ক্ষতিগ্রস্ত হওয়া, পরিবেশ ও জলবায়ু বিপন্ন হওয়া, বনাঞ্চল ধ্বংস হওয়া, বন্যপ্রাণীর আবাসস্থল নষ্ট হওয়া, যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়া, অবকাঠামোগত ক্ষতি হওয়া ইত্যাদি বিষয় আলোচনায় প্রাধান্য পায়। এ সময় আলোচনার সময় কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাঃ শাজাহান আলি উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশন্স অফিসার সুলিমান নামারা (Suleiman Namara) এর সাথে বৃহস্পতিবার অনুষ্ঠিত জেলা প্রশাসনের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয় বলে এডিএম মোহাঃ শাজাহান আলি সিবিএন-কে জানিয়েছেন।

আরো সংবাদ