ক্ষেপণাস্ত্রের আঘাতেই বিমান বিধ্বস্ত, স্বীকার করল ইরান - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০১-১১ ০৫:৪৪:৪৬

ক্ষেপণাস্ত্রের আঘাতেই বিমান বিধ্বস্ত, স্বীকার করল ইরান

নিউজ ডেস্ক:  ১৮০ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত ইউক্রেনের বিমান ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়েছে বলে স্বীকার করে নিয়েছে রুহানী সরকার। শনিবার (১১ জানুয়ারি) এক বিবৃতিতে তারা জানায়, ক্ষেপণাস্ত্র ভুলক্রমে  বিমানে গিয়ে আঘাত হানার ফলে ভূপাতিত হয়।

এর আগে যুক্তরাষ্ট্র এবং কানাড তাদের গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল বিমানটি ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতেই ভূপাতিত হয়। তবে তা অস্বীকার করে আসছিল ইরান।  [the_ad id=”36442″]

মার্কিন বিমান হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা কাসেম সোলাইমানি নিহত হওয়ার মাত্র চার দিনের মাথায় বুধবার (৮ জানুয়ারি) ইরাকে দুটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর কয়েক ঘণ্টা পরেই ইরানের রাজধানী তেহরানে ইউক্রেনের বিমান বিধ্বস্ত হয়ে ১৮০ আরোহীর সবাই নিহত হন।

আরো সংবাদ