খালেদার জামিন শুনানি ঘিরে চাপা উত্তেজনা - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০১৯-১২-০৪ ১৯:৪১:২৬

খালেদার জামিন শুনানি ঘিরে চাপা উত্তেজনা

নিউজ ডেস্ক:  জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার জামিন শুনানিকে ঘিরে চাপা উত্তেজনা দেখা দিয়েছে। জামিন শুনানির প্রস্তুতি নেয়ার পাশাপাশি আন্দোলনেরও প্রস্তুতি নিচ্ছেন বিএনপির আইনজীবীরা। অন্যদিকে আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি করা হলো প্রতিরোধ করার ঘোষণা আওয়ামী আইনজীবীদের।[the_ad id=”36442″]

গত ২৬ নভেম্বর বেগম জিয়ার মুক্তির দাবিতে হাইকোর্টের সামনে বিএনপি নেতা-কর্মীদের বিক্ষোভ এবং গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। বৃহস্পতিবার আবারও বেগম জিয়ার জামিন শুনানির দিন ধার্য রয়েছে। ফলে জামিন শুনানিকে ঘিরে বেড়েছে উৎকণ্ঠা।

মুক্তির দাবিতে বুধবার(০৪ ডিসেম্বর) আদালত প্রাঙ্গণে নতুন ব্যানার টাঙ্গিয়েছে বিএনপির আইনজীবীরা। তারা বলছেন, উদ্বেগ বাড়াটা স্বাভাবিক।[the_ad id=”36489″]

খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, দেশের সর্বোচ্চ আদালত একটা রিপোর্টের জন্য রেখেছে। এই রিপোর্টটা কী হবে এবং আদালত কী সিদ্ধান্ত নেবেন তার জন্য মানুষ অপেক্ষা করছে। আইনজীবীরাও সেই অপেক্ষায় রয়েছি।

তবে দুদক আইনজীবী বলছেন, উদ্বেগ নেই। আইনি লড়াইয়ে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলেন, অন্য মামলাগুলো যেভাবে মোকাবেলা করি, এটাও সেভাবেই করব। আইনি লড়াইয়ে কাউকে ছাড় দেয়া হবে না। এই মামলায় উদ্বেগ থাকার প্রশ্নই আসে না।[the_ad_placement id=”content”]

জামিন শুনানিকে ঘিরে আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে প্রতিরোধ করার কথাও জানান আওয়ামীপন্থি আইনজীবীরা।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতা ড. বশির আহমেদ বলেন, কোনো অস্থিরতা আমরা বরদাস্ত করব না।

সবদিক বিবেচনা নিয়ে বৃহস্পতিবারও আদালত জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

আরো সংবাদ