খুরুশকুলে আবির্ভাব মহোৎসবের ধর্মসভায় বিনায়ক চক্রবর্তী - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০১-২৬ ১৫:২৪:২৮

খুরুশকুলে আবির্ভাব মহোৎসবের ধর্মসভায় বিনায়ক চক্রবর্তী

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শে মানব সেবায় ব্রতী হতে হবে #

বলরাম দাশ অনুপম : শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের পৌত্র পূজাপাদ শ্রী বিনায়ক চক্রবর্তী বলেছেন-শ্রীশ্রীঠাকুরের আদর্শ অনুশীলনের মাধ্যমে চরিত্র গঠন করে সকলকে মানব সেবায় ব্রতী হতে হবে। তিনি বলেন-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র কেবল তথাকথিত ধর্ম দেশনা দিয়ে ক্ষান্ত হননি। তিনি বাংলা ও ইংরেজি সাহিত্যাঙ্গনকেও করেছেন সমৃদ্ধশালী। ছড়া, গদ্য, পদ্যে নিজস্ব প্রায় তিন হাজারের উপরে নতুন শব্দ প্রয়োগ ও ধাতু বিশ্লেষণ তাঁর অভিনব সংযোজন। বিজ্ঞান, সাহিত্য দর্শন, কলা, চিকিৎসা সর্বক্ষেত্রে তাঁর বাণীসমূহ নব আঙ্গিক সৃষ্টি করেছে। তাই এই সকল বাণী সকল মানবের জন্য উন্মুক্ত হওয়া জরুরি। তিনি রবিবার দুপুরে খুরুশকুল দক্ষিণ হিন্দু পাড়ায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩২তম শুভ আবির্ভাব স্মরণ মহোৎসবের ধর্মসভায় শুভ উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। রাজীব কান্তি দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ধর্মসভায় ইষ্ট আলোচক ছিলেন সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি সহ-প্রতি-ঋত্বিক বৃতেন্দ্র কুমার মালাকার, সহ-প্রতি-ঋত্বিক প্রমথ বন্ধু চক্রবর্তী, সহ-প্রতি-ঋত্বিক ডাঃ হরি নারায়ন, জেলা সৎসঙ্গ মন্দিরের প্রধান পুরোহিত সহ-প্রতি-ঋত্বিক বিশ^নাথ বন্দোপ্যাথায়, সহ-প্রতি-ঋত্বিক অশোক মিত্র ও সহ-প্রতি-ঋত্বিক প্রিয়তোষ দে। [the_ad id=”36442″]

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন-জেলা সৎসঙ্গ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ চন্দন কান্তি দাশ, জেলা পূজা উদ্যাপন পরিষদের কর্মকর্তা সাংবাদিক বলরাম দাশ অনুপম, দক্ষিণ খুরুশকুল এসকে মডেল হাই স্কুলের সিনিয়র শিক্ষক সনজিত চক্রবর্তী, খুরুশকুল ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মাষ্টার রতন কান্তি দে, প্রকৌশলী মানস দাশ, পলাশ আচার্য্য, অজিত পাল (মাষ্টার)। অনুষ্ঠান পরিচালনা করেন সজীব কান্তি দে। পরে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আরো সংবাদ