গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৩ জন নিহত - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

প্রকাশ :  ২০২১-০১-২২ ১২:১৬:২১

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৩ জন নিহত

মোহাম্মদ কাইসার হামিদ ও মিজবাহ উদ্দিন ইরান মহেশখালী থেকে :  কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীর নতুন বাজার মাঠে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১২জন গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ২২ জানুয়ারি (শুক্রবার) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহেশখালীর সার্কেল এএসপি জাহেদুল ইসলাম এবং ওসি আব্দুল হাই ও মহেশখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ পুলক কান্তি সরকার।

নিহতরা হলো মাতারবাড়ী ইউনিয়নের উত্তর মিয়াজির পাড়া জাহাঙ্গীরের ছেলে আহকান (১০), বলির পাড়া আজিজুল হকের পুত্র এরশাদ (১০) এবং অপরজন বেলুন বিক্রেতার ছেলে। আহতদের মধ্যে আরও মৃত্যু হতে পারে বলে ধারণা করছে প্রত্যেক্ষদর্শীরা। ঘটনাস্থল থেকে মহেশখালী থানা পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা লাশ উদ্ধার করে।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহতরা হলো, মাতারবাড়ির পশ্চিম সিকদার পাড়া বদনের ছেলে জয়নাল (১২), সিকদার পাড়ার জসিমের ছেলে শেকাব উদ্দীন (১৫), শাপলাপুর ষাইটমারার নুরুল হকের ছেলে আক্কাস (১৮) ও শাপলাপুর জেএমঘাটের কবির আহমদের ছেলে নুরী (১৫), উপজেলার মাতারবাড়ী বলির পাড়া আজিজুল হকের ছেলে এরশাদ (১০), একই এলাকার রাজঘাটের কাইছারুল ইসলামের ছেলে জিহাদুল ইসলাম আব্দুল্লাহ (১২), কালারমারছড়া ইউনিয়নের নুর মোহাম্মদের ছেলে মারুফ (১২), মাতারবাড়ী সিকদার পাড়া ফরিদুল আলম সাদেকুল ইসলাম রাহাত (১৩), একই এলাকার মগডেইলে আব্দুল মন্নান মো. নুরী (১৩), একই এলাকার সিকদার পাড়া আব্দুল মোনাফ তুহিন (১৪)।

এদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ, আহতদের প্রতিজনকে ১০ হাজার টাকা করে আর্থিক চিকিৎসা সহায়তা প্রদান করেন।

কক্সবাজার জেলা পরিষদের সদস্য মাতারবাড়ির বাসিন্দা রুহুল আমিন বলেন, মহেশখালী উপজেলার মাতারবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। তিনি মাতারবাড়ীর সকল পর্যায়ের মানুষকে বিস্ফোরক জাতীয় জিনিস ব্যবহারে আরও সচেতন হওয়ার অনুরোধ জানান।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, উপজেলার মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে গ্যাস ভর্তি বেলুন বিক্রেতার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দূর্ঘটনা ঘটে। উল্লেখ্য, মাতারবাড়ী ইউনিয়নের আজিজিয়া কাছেমুল উলুম মাদরাসা ও এতিমখানার বার্ষিক সভার ২য় দিনে নতুন বাজারের দক্ষিণ দিকে মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে সভা উপলক্ষে বেলুন বিক্রয়সহ হরেক রকম দোকানদার দোকান খুলে বসেছে। এতে জড়ো হয় মাদরাসার শিক্ষার্থীরা। বেলুন ব্যবসায়ীর বেলুনে গ্যাস ভর্তির সময় সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটে।

ওখানকার ব্যবসায়ীরা জানান, এ সভা উপলক্ষে নতুন বাজার ইজারাদার স্কুলে বসা অস্থায়ী দোকান প্রতি ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা নিয়েছে। তবে অজ্ঞতানামা বেলুন ব্যবসায়ীর নাম পাওয়া না গেলেও তার বাড়ী চকরিয়া উপজেলার হারবাং এলাকায় বলে জানাগেছে। আহতদের আশঙ্কা অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় মাতারবাড়িজুড়ে চলছে শোকের ছায়া।

এনিয়ে মহেশখালীর সার্কেল এএসপি জাহেদুল ইসলাম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। জনসাধারণকে আরও সচেতন হতে হবে। এব্যাপারে তদন্ত চলছে। বিস্তারিত তদন্তের পরে জানা যাবে।

 

আরো সংবাদ