ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২০-০৩-১৬ ১৮:৩৮:১০

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে মনির উল্লাহ (২৫) নামের এক রোহিঙ্গা নিহত হয়েছে। সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু নো-ম্যানস ল্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা ওই এলাকায় অবস্থানরত রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। নাইক্ষ্যংছড়ি তুমব্রু নো-ম্যানস ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ জানিয়েছেন, ‘মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা যাতে ফিরে যেতে না পারেন, সেজন্য সীমান্তে মিয়ানামারের বিজিপি স্থলমাইন পুঁতে রেখেছে। সোমবার সকালে কাঠ কুড়াতে গেলে স্থলমাইন বিস্ফোরণে একজনের মৃত্যু হয়। আমরা তার মৃতদেহ উদ্ধার করেছি’।নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, জিরো লাইনে মিয়ানমারে অংশে মাইন বিস্ফোরণের ঘটনাটি ঘটে, যা আমাদের আওতার বাইরে। মৃতদেহটি রোহিঙ্গা শিবিরে রয়েছে বলে আমরা জানতে পেরেছি’।

আরো সংবাদ