চকরিয়ায় করোনা আক্রান্ত হয়ে হাফেজ সিরাজ উল্লাহ’র মৃত্যু - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০৫-২৬ ০৬:৩১:২৮

চকরিয়ায় করোনা আক্রান্ত হয়ে হাফেজ সিরাজ উল্লাহ’র মৃত্যু

সংবাদ বিজ্ঞপ্তি :  কক্সবাজারের চকরিয়া উপজেলায় করোনা আক্রান্ত হয়ে ইসলামিক ফাউন্ডেশনের স্থানীয় কার্যালয়ের মডেল কেয়ার টেকার আলহাজ্ব হাফেজ মাওলানা সিরাজ উল্লাহ (৬৫)এর মৃত্যু হয়েছে ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন) । ২৫ মে সকাল ১১ ঘটিকার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে তিনি মারা যান।

এর আগে সকাল সাড়ে ৭টায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আইসোলেশনে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর তার তীব্র জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যায়। সকাল ১১ টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির নাম হাফেজ সিরাজ-উদ্দৌলা (৬৫) ইসলামিক ফাউন্ডেশন চকরিয়া অফিসের মডেল কেয়ারটেকার এবং উত্তর কাহারিয়াঘোনা খোন্দকারপাড়া জামে মসজিদের খতিব ছিলেন। তিনি চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা গ্রামের মৃত মাওলানা আবদুর রহমানের দ্বিতীয় পুত্র এবং প্রবীন সাংবাদিক জাকের উল্লাহ চকোরীর মেজভাই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজ জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সিরাজ-উদ্দৌলার নমুনা সংগ্রহের পর কক্সবাজারে পিসিআর ল্যাবে প্রেরণ করা হয় গত ১৮ মে। গত ২৪ মে রবিবার প্রকাশিত ফলাফলে তার করোনা পজিটিভ আসে। এতদিন ধরে তিনি বাড়িতেই থেকে চিকিৎসা নিচ্ছিলেন। চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, করোনায় মারা যাওয়া ওই ব্যক্তির জানাজা, দাফন-কাফন যাতে করোনা বিধি অনুযায়ী হয় সেই ব্যবস্থা নেয়া হয়েছে।

উল্লেখ্য, চকরিয়াতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ নিয়ে রবিবার পর্যন্ত এখানে একশ ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। অনেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন। এদিকে চকরিয়া প্রেসক্লাবের উপদেষ্টা প্রবীন সাংবাদিক জাকের উল্লাহ চকোরীর মেজ ভাই হাফেজ সিরাজ উল্লাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক একেএম বেলাল উদ্দিনসহ ক্লাবের নেতৃবৃন্দ। তারা মরহুমের পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহ তায়ালার দরবারে জান্নাতুল ফেরদাউস কামনা করেন।

আরো সংবাদ