চট্টগ্রাম সিটি করপোরেশন সম্পন্ন : বিজয়ের পথে রেজাউল - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২১-০১-২৭ ২০:২১:৩৩

চট্টগ্রাম সিটি করপোরেশন সম্পন্ন : বিজয়ের পথে রেজাউল

নিজস্ব প্রতিবেদক :  চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জয়ের পথে রয়েছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী। এই প্রতিবেদন লেখাকালীন সর্বশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, ৭৩৫টি কেন্দ্রের মধ্যে ৩৮৯টি কেন্দ্রের ফলাফলে নৌকা ১ লাখ ৪৫ হাজার ১৪৮ ভোট পেয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডা. শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে ২০ হাজার ২৬৪ ভোট পেয়েছেন। দুটি কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে। গতকাল ভোট শেষে নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে ভোটের ফল ঘোষণা করছেন সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান।

ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাইয়ের হাতে ভাই খুন, ইভিএম ভাঙচুর, গুলিতে নিহত, ভোটকেন্দ্র ঘেরাও করে হামলার মধ্য দিয়ে শেষ হয় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টা থকে একযোগে সব কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম নৌকা প্রতীকে ও বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের ধানের শীষ প্রতীকে।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এদের মধ্যে নারী ভোটার ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন এবং পুরুষ ভোটার ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন। মোট ২৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৭১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৭ জন। মেয়র পদে ৭ প্রার্থী হলেন নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির ডা. শাহাদাত হোসেন। এছাড়া মিনার প্রতীক নিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এমএ মতিন, আম প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আবুল মনজুর, হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম, চেয়ার প্রতীক নিয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ও হাতি প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসেবে খোকন চৌধুরী নির্বাচন করছেন। তবে এবারের নির্বাচনে ২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এরমধ্যে ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে ওই ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। যা অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। এছাড়া ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্র্ডে বিনা প্রতিদ্বন্দ্বিদায় নির্বাচিত হতে যাচ্ছেন কাউন্সিলর প্রার্থী মো. হারুনুর রশিদ।

এর আগে ২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশনের আগের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আ জ ম নাছির উদ্দীন বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলমকে হারিয়েছিলেন। আ জ ম নাছির পেয়েছিলেন ৪ লাখ ৭৫ হাজার ৩৬১ ভোট। সাবেক মেয়র মনজুর পান ৩ লাখ ৪৮ হাজার ৩৭ ভোট। সেবার ভোট শুরুর তিন ঘণ্টার মধ্যে ভোট ডাকাতির অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন মনজুর। এবার বিএনপি নির্বাচনে থাকলেও ‘দখলদারিত্বের’ কারণে কোন ভোটই হয়নি বলে প্রতিক্রিয়া জানিয়েছে দলটি।

আরো সংবাদ