চসিক নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২১-০১-২৮ ০৪:২০:৫৯

চসিক নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :  চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিমের হল রুম থেকে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান।

এতে  বেসরকারি ফলাফল অনুসারে ওয়ার্ড কাউন্সিলর পদে জয়ীরা হলেন, ১ নম্বর ওয়ার্ডে গাজী মো. শফিউল আজিম, ২ নম্বর ওয়ার্ডে সাহেদ ইকবাল বাবু, ৩ নম্বর ওয়ার্ডে হাজী শফিকুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডে এসরারুল হক, ৫ নম্বর ওয়ার্ডে কাজী নুরুল আমিন (মামুন), ৬ নম্বর আশরাফুল আলম, ৭ নম্বর ওয়ার্ডে মোবারক আলী, ৮ নম্বর ওয়ার্ডে মোরশেদ আলম, ৯ নম্বর ওয়ার্ডে নুরুল আবছার মিয়া, ১০ নম্বর ওয়ার্ডে নিছার উদ্দীন আহমেদ, ১১ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ইসমাইল, ১২ নম্বর ওয়ার্ডে মো. নুরুল আমিন, ১৩ নম্বর ওয়ার্ডে ওয়াসিম উদ্দীন চৌধুরী; ১৪ নম্বর ওয়ার্ডে আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, ১৫ নম্বর ওয়ার্ডে গিয়াস উদ্দীন, ১৬ নম্বর ওয়ার্ডে সায়েদ গোলাম হায়দার মিন্টু, ১৭ নম্বর ওয়ার্ডে শহীদুল আলম, ১৯ নম্বর ওয়ার্ডে নুরুল আলম মিয়া, ২০ নম্বর ওয়ার্ডে চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ২১ নম্বর ওয়ার্ডে শৈবাল দাস সুমন, ২৩ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ জাবেদ, ২৪ নম্বর ওয়ার্ডে নাজমুল হক ডিউক, ২৫ নম্বর ওয়ার্ডে আবদুস সবুর লিটন, ২৭ নম্বর ওয়ার্ডে জাফরুল হায়দার চৌধুরী, ২৮ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম বাহাদুর, ২৯ নম্বর ওয়ার্ডে গোলাম মোহাম্মদ জোবায়ের, ৩০ নম্বর ওয়ার্ডে আতাউল্লাহ চৌধুরী, ৩২ নম্বর ওয়ার্ডে জহর লাল হাজারী, ৩৩ নম্বর ওয়ার্ডে হাসান মুরাদ বিপ্লব, ৩৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের পুলক খাস্তগীর, ৩৫ নম্বর ওয়ার্ডে হাজী নুরুল হক, ৩৬ নম্বর ওয়ার্ডে মো. মোরশেদ আলী, ৩৭ নম্বর ওয়ার্ডে আব্দুল মান্নান, ৩৮ নম্বর ওয়ার্ডে গোলাম মোহাম্মদ চৌধুরী, ৩৯ নম্বর ওয়ার্ডে জিয়াউল হক সুমন, ৪০ নম্বর ওয়ার্ডে আব্দুল বারেক, ৪১ নম্বর ওয়ার্ডে সালেহ আহমদ চৌধুরী।

সংরক্ষিত নারী কাউন্সিলর পদে জয়ীরা হলেন, ১ নম্বর ওয়ার্ডে ফেরদৌস বেগম মুন্নি, ২ নম্বর ওয়ার্ডে জোবাইরা নার্গিস, ৩ নম্বর ওয়ার্ডে জেসমিন পারভীন জেসি, ৪ নম্বর ওয়ার্ডে তছলিমা বেগম, ৫ নম্বর ওয়ার্ডে আঞ্জুমান আরা, ৬ নম্বর ওয়ার্ডে শাহীন আক্তার চৌধুরী, ৭ নম্বর ওয়ার্ডে রুমকি সেনগুপ্ত, ৮ নম্বর ওয়ার্ডে নীলু নাগ, ৯ নম্বর ওয়ার্ডে জাহেদা বেগম পপি, ১০ নম্বর ওয়ার্ডে হুরে আরা বেগম, ১১ নম্বর ওয়ার্ডে ফেরদৌসি আকবর, ১২ নম্বর ওয়ার্ডে আফরোজা বেগম, ১৩ নম্বর ওয়ার্ডে লুৎফুন্নেছা দোভাষ বেবী এবং ১৪ নম্বর ওয়ার্ডে শাহানুর বেগম।

এর আগে বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত। বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়াম হলে ভোট গণনা শুরু হয়।

আরো সংবাদ