ছেপটখালীতে আলোচিত প্রাথমিক শিক্ষক মুহিবুল্লাহ আটক - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০১-১৭ ১৪:২৯:০৮

ছেপটখালীতে আলোচিত প্রাথমিক শিক্ষক মুহিবুল্লাহ আটক

উপকূলীয় প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালীর চাকমাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুহিবুল্লাহকে আটক করেছে পুলিশ। ১৬ জানুয়ারি রাতে উপজেলার জালিয়া পালং এলাকার নিজবাড়ী ছেপটখালী থেকে ইনানী ফাঁড়ি’র ইনর্চাজ সিদ্ধার্থ সাহা তাকে আটক করে। আটক মুহিবুল্লাহ ওই এলাকার নুরুল আলম প্রকাশ নুরুর ছেলে। পুলিশ জানিয়েছে, বির্তকিত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুহিবুল্লাহ’র বিরুদ্ধে শিক্ষার্থীদের অমানবিক মারধর ও সাধারণের মানুষের উপর বেপরোয়া আচরণের অভিযোগে দায়েরকৃত মামলায় পুলিশ তাকে আটক করে। যার মামলা নং- নন জিআর ৭৭/১৯, সিআর ৩৫/১৮ সহ একাধিক মামলা থানা আদালতে তার বিরুদ্ধে রয়েছে। ওই মামলায় ফেরারি আসামী হয়ে মুহিবুল্লাহ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।[the_ad id=”36442″]

অবশেষে ইনানী ফাঁড়ির ইনর্চাজের জালে বির্তকিত এই শিক্ষক আটক হয়। এদিকে তার আটকের খবর ভুক্তভোগিদের মাঝে ছড়িয়ে পড়লে তারা ইনানী ফাঁড়ির ইনর্চাজ এসআই সিদ্ধার্থ সাহা’র প্রতি কতৃজ্ঞতা জানায়। মুহিবুল্লাহকে আটকের ঘটনা নিশ্চিত করে ইনানী পুলিশ ফাঁড়ি’র ইনর্চাজ এসআই সিদ্ধার্থ সাহা জানায়, তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা নিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অসহায় মানুষকে মারধরের অভিযোগ ফাঁড়িতে রয়েছে।[the_ad id=”36489″] তিনি আরও বলেন, তাকে ১৭ জানুয়ারি আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ