জাপানে সিংহাসনে বসলেন নারুহিতো - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার

প্রকাশ :  ২০১৯-১০-২২ ০৮:২৫:৪৫

জাপানে সিংহাসনে বসলেন নারুহিতো

জাপানের ১২৬তম সম্রাট হিসেবে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে বসেছেন নারুহিতো। এ উপলক্ষে টোকিওতে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  

নারুহিতোর বাবা সম্রাট আকিহিতো স্বাস্থ্যহানির কারণ দেখিয়ে সিংহাসন ছাড়েন। এরপর গত ১ মে সম্রাট নির্বাচিত হন ৫৯ বছর বয়সী নারুহিতো। সম্রাট নারুহিতোর সঙ্গে সম্রাজ্ঞী মাসাকোর অভিষেকও হচ্ছে। খবর বিবিসি। রাজ্যাভিষেক অনুষ্ঠানে অংশ নিয়েছেন ব্রিটিশ রাজা প্রিন্স চার্লসসহ বিশ্বের বিভিন্ন দেশের রাজা-রানিরা। জাপানের নতুন সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে টোকিও গেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জাপান সরকারের আমন্ত্রণে সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় টোকিওর হানেদা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছান রাষ্ট্রপতি। এ মুহূর্তে টাইফুন হাগিবিসের তাণ্ডবে লণ্ডভণ্ড জাপান। টাইফুনের আঘাতে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। এর পরেই রাজ্যাভিষেকের অনুষ্ঠান হওয়ায় নিহতদের প্রতি সম্মান দেখিয়ে প্যারেড অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে।[the_ad id=”36489″]

জাপানের প্রধানমন্ত্রী শিনজে আবে সম্রাট ও সম্রাজ্ঞীকে অভিনন্দন জানিয়েছেন। জাপানে সম্রাটের পদ অনেকটা অলঙ্কারিক। কেননা তার হাতে উল্লেখযোগ্য কোনও রাজনৈতিক ক্ষমতা থাকে না। তবে ঐতিহ্যগতভাবে তিনি মানুষের শ্রদ্ধা-ভালোবাসার পাত্র। রাজা ও রাজপরিবারকে জাপানে জাতীয় প্রতীক হিসেবে সম্মানিত করা হয়।  সন্ধ্যায় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শিনজে আবে।

আরো সংবাদ