জামিন পেলে চিকিৎসার জন্য বিদেশে যাবেন খালেদা - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০১৯-১০-০১ ২১:৩৮:০৬

জামিন পেলে চিকিৎসার জন্য বিদেশে যাবেন খালেদা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালত থেকে জামিন পেলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সংসদ সদস্য হারুনুর রশীদ। কারা হেফাজতে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে থাকা দলীয় নেত্রীকে গতকাল মঙ্গলবার দেখে আসার পর এ কথা জানিয়েছেন তিনি।

হারুন বিএনপির সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ও আমিনুল ইসলামকে নিয়ে বিকেল ৪টার দিকে বিএসএমএমইউ হাসপাতালের কেবিন ব্লকে খালেদা জিয়াকে দেখতে যান।

প্রায় এক ঘণ্টা দলীয় প্রধানের সঙ্গে থাকার পর বেরিয়ে হারুন সাংবাদিকদের বলেন, ‘উনার (খালেদা জিয়া) যে সমস্ত অসুখ-বিসুখ রয়েছে, এগুলোর জন্য উনার অবিলম্বে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দরকার। এটার জন্য বিদেশে তাঁর চিকিৎসা দরকার। আমি সরকারের প্রতি আহ্বান জানাব, বাস্তবিকই উনার জামিন পাওয়ার যে নৈতিক অধিকার, এই জামিনের অধিকার থেকে তাঁকে যেন বঞ্চিত করা না হয়।’

সরকারই খালেদার জামিন আটকে রেখেছে বলে বিএনপি নেতাদের অভিযোগ।

জামিন পেলে বিএনপি চেয়ারপারসন বিদেশে চিকিৎসার জন্য যেতে চান কি না জানতে চাইলে হারুন বলেন, ‘উনি চিকিৎসার সুযোগ পেলে তো অবশ্যই বিদেশ যাবেন। উনি আজকে জামিন পেলে কালকেই বিদেশ যাবেন। উনি যদি আজকে জামিন পান, প্রথম অগ্রাধিকার হবে উনার চিকিৎসা।’

দুর্নীতির দুই মামলায় দণ্ডিত খালেদা জিয়া দেড় বছর ধরে কারাগারে আছেন। অসুস্থতার জন্য কয়েক মাস আগে তাঁকে বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হয়। এর পর থেকে সেখানেই আছেন তিনি।

প্যারোলে রাজি নন : ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার কালের কণ্ঠকে বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা ভালো না। তিনি জামিন পেতে ইচ্ছুক। কিন্তু প্যারোল নয়। আপসহীন নেত্রী হিসেবে তাঁর যে ইমেজ সেটি তিনি জনগণের কাছে রাখতে চান। তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় জামিন পাওয়ায় যোগ্য। সেটি তিনি চান।’

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আমিনুল ইসলাম বলেন, ‘আমরা তিন এমপিই তাঁর সঙ্গে কথা বলেছি। তাঁর চিকিৎসাই আমাদের কাছে মুখ্য। এ জন্য স্বাভাবিক প্রক্রিয়ায় তাঁর যে জামিন হওয়ার কথা সেটি তিনি চাচ্ছেন।’

 

আরো সংবাদ