জেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২০-০১-১২ ১৩:৫৬:৪৩

জেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

বলরাম দাশ অনুপম : কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম (সিএসপি) সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: কামাল হোসেন বলেন, কক্সবাজারে মাদক পাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। পাশাপাশি এটি নিরসনে স্থানীয়দের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।[the_ad id=”36442″] এ ছাড়া বনভূমি রক্ষার্থে ইটভাটায় কাঠপোড়ানো নিষিদ্ধকরণ, অবৈধ করাত কল উচ্ছেদ, বনভূমিসহ সরকারি খাসজমি অবৈধভাবে দখলদারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখা, সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভ্রান্তমূলক অপপ্রচার প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কখা জানান জেলা প্রশাসক। সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকারের বিভাগের উপ পরিচালক শ্রাবন্তী রায়,অতিরিক্ত পুলিশ সুপার মো: ইকবাল হোসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: শাজাহান আলি, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম এবং সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহদ সিআইপি,সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, মুক্তিযোদ্ধা মো: শাহজাহানসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৃন্দ, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ