জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-০২-১৪ ১৪:৪৯:৩৫

জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা

জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা

রোতাব চৌধুরী : কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা। ১৪ ফেব্রুয়ারি রোববার জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

প্রধান অতিথির বক্তব্যে কবির বিন আনোয়ার বলেন, পরিবেশ,প্রতিবেশগত দিক ঠিক রেখেই কক্সবাজারে শহর প্রতিরক্ষা বাঁধসহ সকল প্রকার উন্নয়নমূলকাজ সম্পন্ন করা হবে।

তিনি আরো বলেন, কক্সবাজারে সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হলে দেশের তিন লাখ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে যেখানে কক্সবাজারের প্রায় ২০ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ হবে।

জেলা প্রশাসক মো: মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, বাংলাদেশ আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা,পুলিশ সুপার মো: হাসানুজ্জামান,জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ, প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী, পৌর আওয়ামীলীগ সভাপতি নজিবুল ইসলামসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা,বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা,জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

আরো সংবাদ