জেলা প্রশাসনের উদ্যোগে মানবাধিকার দিবস উদ্যাপন - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০১৯-১২-১০ ০৭:২২:৩৯

জেলা প্রশাসনের উদ্যোগে মানবাধিকার দিবস উদ্যাপন

বলরাম দাশ অনুপম: কক্সবাজারে “মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা ” এই প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে মানবাধিকার দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক মো: কামাল হোসেনের নেতৃত্বে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে একটি এনজিও সংস্থা আয়োজিত নারীর প্রতি সহিংসতারোধে ‌১৬ দিনের বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে “আমরাই পারি নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে আমাদের [the_ad id=”36442″]বাড়িতে, কর্মক্ষেত্রে এবং এলাকায়” এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: কামাল হোসেন বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য মানবাধিকারের গুরুত্ব সবচেয়ে বেশী। মানবাধিকার যাতে লংঘিত না হয় সেক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মানবাধিকার রক্ষায় এগিয়ে আসতে হবে। সরকার এ বিষয়ে সবসময় মূখ্য ভূমিকা পালন করছে। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাজাহান আলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আমিন আল পারভেজ, সিনিয়র সহকারি পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিকসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এই সময় জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মো: সফিউদ্দিন, এনজিও কর্মকর্তা হাসিনা জামান, তুহিন সেনসহ বিভিন্ন এনজিও, আইন, সালিশ ও মানবাধিকার বিষয়ক প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে জেলা প্রশাসককে মানবাধিকার সংগঠন থেকে সন্মাননা প্রদান করা হয়।

আরো সংবাদ