কায়ুকখালী খাল অবৈধ দখলকারী ২৫ জনের তালিকা - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২০-০২-১৭ ২০:৫৪:৩৯

কায়ুকখালী খাল অবৈধ দখলকারী ২৫ জনের তালিকা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নদী রক্ষা কমিশনের ওয়েব সাইটে টেকনাফের কায়ুকখালী খাল দখলকারী হিসাবে ২৫ জনের নাম তাদের দখলকৃত জমির পরিমান সহ প্রকাশ করেছে। যা নিন্ম তুলে ধরা হলো : মো. আব্দুল্লাহ পিতা আলি আহমদ, শহীদ আলি উল্লহ কমপ্লেক্স বিএস ০১ নং খাস খতিয়ানের ০.০৮ একর, ২২৭৯নং দাগের কায়ুকখালী খালের উত্তর পাশের জমি। হাজী মো. ইউনুচ পিতা মৃত শেখ আহমদ পাকা দোকান ঘর ১৬৫৯, ২২৭৯ নং দাগের কায়ুকখালী খালের উত্তর পাড়ের অংশে ০.০১ একর জমি। আবুল কালাম পিতা মৃত মো. ইদ্রিস অলিয়াবাদ ১৬৫৯ নং দাগের কায়ুকখালী খালের উত্তর পাড়ের অংশে ০.০২ একর কাঁচা বসত বাড়ী। আছিয়া খাতুন স্বামী আমিরচ্ছফা কে কে পাড়া টেকনাফ ১৬৫৯ নং দাগের কায়ুকখালী খালের উত্তর পাড়ের অংশে ০.০২ একর কাঁচা বসত বাড়ী। মো. সালাম পিতা নুর ইমাম, ইসলামাবাদ ১৬৫৯ নং দাগের কায়ুকখালী খালের উত্তর পাড়ের অংশে ০.০২ একর কাঁচা বসত বাড়ী। আব্বাস পিতা মৃত আব্দুল আহমদ, ইসলামাবাদ ১৬৫৯ নং দাগের কায়ুকখালী খালের উত্তর পাড়ের অংশে ০.০২ একর কাঁচা বসত বাড়ী। মো. হোসন পিতা অলিপুতু, ইসলামাবাদ ১৬৫৯ নং দাগের কায়ুকখালী খালের উত্তর পাড়ের অংশে ০.০২ একর কাঁচা বসত বাড়ী। আমির আহমদ পিতা রশিদ আহমদ, ১৬৫৯ নং দাগের কায়ুকখালী খালের উত্তর পাড়ের অংশে ০.০২ একর কাঁচা বসত বাড়ী। নুর বেগম স্বামী মৃত অলি পুতু, ১৬৫৯ নং দাগের কায়ুকখালী খালের উত্তর পাড়ের অংশে ০.০২ একর কাঁচা বসত বাড়ী। রশিদা বেগম পিতা সুলতান ১৬৫৯ নং দাগের কায়ুকখালী খালের উত্তর পাড়ের অংশে ০.০১ একর কাঁচা বসত বাড়ী। মো. আলম পিতা মৃত গুরা মিয়া, কে কে পাড়া টেকনাফ, ১৬৫৯ নং দাগের কায়ুকখালী খালের দক্ষিণ পাড়ের অংশ বিশেষ ০.০২ একর বাঁশ মহাল।

মো. ছৈয়দ আলম পিতা মৃত গুড়া মিয়া, কে কে পাড়া ২২৭৯ নং দাগের কায়ুকখালী খালের পশ্চিম পাড়ের অংশ বিশেষ ০.০৫ একর কাঁচা বসত বাড়ী বাঁশের টেংরা দিয়ে গেরেজ।
মো. সাইফুল পিতা মোহাম্মদ হানিফ শিলবনিয়া পাড়া টেকনাফ ২২৭৯ নং দাগের কায়ুকখালী খালের পশ্চিম পাড়ের অংশ বিশেষ ০.০৪ একর মাঠি ভরাট।
এনায়েত উল্লাহ পিতা আবুল কাশেম কে কে পাড়া টেকনাফ ২২৭৯ নং দাগের কায়ুকখালী খালের পশ্চিম পাড়ের অংশ বিশেষ ০.০১ একর কাঁচা বসত বাড়ী।

আবু মুসা পিতা মৃত আয়ুব আলী, কে কে পাড়া টেকনাফ ২২৭৯ নং দাগের কায়ুকখালী খালের পশ্চিম পাড়ের অংশ বিশেষ ০.০১ একর পাকা দালান। আব্দুস সালাম/আব্দু রাজ্জাক পিতা মৃত হাজী ছোট কালা মিয়া কে কে পাড়া টেকনাফ কে কে পাড়া টেকনাফ ২২৭৯ নং দাগের কায়ুকখালী খালের পশ্চিম পাড়ের অংশ বিশেষ ০.০৩ একর পাঁকা দালান। হাজী মো. ইউনুচ পিতা মৃত হাজী বড় কালা মিয়া কে কে পাড়া টেকনাফ কে কে পাড়া টেকনাফ ২২৭৯ নং দাগের কায়ুকখালী খালের পশ্চিম পাড়ের অংশ বিশেষ ০.১০ একর পাঁকা দালান। হাজী রোশন আলী পিতা অজ্ঞাত কে কে পাড়া টেকনাফ ২২৭৯ নং দাগের কায়ুকখালী খালের পূর্ব পাড়ের অংশ বিশেষ ০.০১ একর বাঁশের টেংরা দিয়ে গেরেজ কাদির হোছন পিতা আব্দুল রশিদ, কে কে পাড়া টেকনাফ ২২৭৯ নং দাগের কায়ুকখালী খালের পূর্ব পাড়ের অংশ বিশেষ ০.০১ একর পাকা দেয়ালঘর। ইলিয়াছ পিতা মৃত মো. করিম, লামার বাজার, টেকনাফ ২২৭৯ নং দাগের কায়ুকখালী খালের পূর্ব পাড়ের অংশ বিশেষ ০.০১ একর পাকা দেয়ালঘর। কায়সার ও শহীদ পিতা মৃত হাজী মো. ইসলাম, লামার বাজার, টেকনাফ ২২৭৯ নং দাগের কায়ুকখালী খালের পূর্ব পাড়ের অংশ বিশেষ ০.০১ একর পাকা দালান। আব্দুল জলিল পিতা অজ্ঞাত টেকনাফ ২২৭৯ নং দাগের কায়ুকখালী খালের পূর্ব পাড়ের অংশ বিশেষ ০.০১ একর পাকা দালান। হাজী আব্দুল গণি পিতা অজ্ঞাত, লামার বাজার, টেকনাফ ২২৭৯ নং দাগের কায়ুকখালী খালের পূর্ব পাড়ের অংশ বিশেষ ০.০১ একর পাকা দালান। অংছিপ্র পিতা ওমাপ্র লামার বাজার টেকনাফ ২২৭৯ নং দাগের কায়ুকখালী খালের পূর্ব পাড়ের অংশ বিশেষ ০.০১ একর পাকা দালান। মো. আয়ুব, পিতা মৃত আলী হোছন লামার বাজার টেকনাফ ২২৭৯ নং দাগের কায়ুকখালী খালের পূর্ব পাড়ের অংশ বিশেষ ০.০১ একর পাকা দালান।

আরো সংবাদ