টেকনাফে করোনা ভাইরাস সচেতনতায় তরুণদের উদ্যোগ - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২০-০৩-১৯ ২০:০৯:০৫

টেকনাফে করোনা ভাইরাস সচেতনতায় তরুণদের উদ্যোগ

কক্সবাজার:  টেকনাফে করোনা ভাইরাস থেকে সাধারণ জনগণকে সচেতন করতে মাঠে নেমেছে একদল তরুণ। বৃহস্পতিবার সকাল থেকে এসব শিক্ষিত তরুণরা উপজেলার শাহপরীর দ্বীপ ও আশপাশের বিভিন্ন গ্রামে করোনাভাইরাসের সতর্কতামূলক লিফলেট বিতরণ ও বিভিন্ন স্পটে হ্যান্ডমাইকে সতর্ক বক্তব্যের মাধ্যমে মানুষকে সচেতন করেন। এ ছাড়া শুক্রবার জুমার নামাজে মুসল্লিদের মাঝে লিফলেট বিতরণেরও উদ্যোগ নেন তারা। শাহপরীর দ্বীপ সাধারণ ছাত্র পরিষদ ব্যানারে তরুণদের এ উদ্যেগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন এলাকার সাধারণ মানুষ। তাদের এ উদ্যোগের ফলে অনেকেই করোনাভাইরাস সম্পর্কে প্রথম কোনো বার্তা পাওয়ার কথাও স্বীকার করেন। করোনা ভাইরাসের সচেতনতামূলক প্রচারণায় অংশ নেন সাদেকুল আমিন, হাফিজ উল্লাহ, সাইফুল্লাহ, আব্দুল মালেক, ইয়াছির আরফাত, জসিম উদ্দীন, তুহিন উদ্দীন, মোহাম্মদ নসিম, মাসুদ, আব্দুল্লাহ, জুবাইর, খুবাইব, আয়ুব, অপি সহ বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসায় পড়ুয়া প্রায় শতাধিক তরুণ। প্রচারণার উদ্যেক্তা সাদেকুল আমিন জানান, এলাকায় করোনাভাইরাস সম্পর্কে সাধারণ মানুষের অজ্ঞতা উপলদ্ধি করে সাধারণ ছাত্রদের একত্রিত করে এ উদ্যেগ নেয়া হয়েছে। আমাদের এ ধরনের প্রচারণায় সাধারণ মানুষ করোনাভাইরাস সম্পর্কে জানতে সক্ষম হচ্ছে। হাফিজ উল্লাহ জানান, আমাদের লক্ষ্য করোনাভাইরাস সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা। এ প্রচারণায় সাধারণ মানুষ আমাদের কথা শুনছে এবং তারা নির্দেশনা মেনে চলবেন বলেও জানায়।

আরো সংবাদ