রোহিঙ্গা শিবির থেকে অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০২১-০১-২০ ০৭:১৪:২৫

রোহিঙ্গা শিবির থেকে অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক

টেকনাফে ক্যাম্প থেকে অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকের একটি ঘর থেকে মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ১৯টি রামদা জব্দ করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন ১৬-এপিবিএনের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম।

আটককৃত রোহিঙ্গারা হলেন, ২১ নম্বর চাকমারকুল ক্যাম্পের ডি ১/৬ ব্লকের মো. ইসমাইল, এ/৫ ব্লকের খায়রুল ইসমাইল, ডি/২ ব্লকের মো. ছালাম, এ/৭ ব্লকের মো. হারুন এবং ডি/৬ ব্লকের জামাল আহাম্মদ।

এপিবিএন অধিনায়ক এসপি তারিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে গোপন সূত্রে জানতে পারেন, চাকমারকুল ক্যাম্পের আই ব্লকের একটি ঘরে ৮ থেকে ১০ জনের একটি রোহিঙ্গা দল অস্ত্রসহ অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই পাঁচ জনকে আটক করা হয়।

আটক ৫ রোহিঙ্গার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা দায়ের করে টেকনাফ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলেও জানান এসপি তরিকুল ।

আরো সংবাদ