টেকনাফে ডাকাত দলের গোলাগুলিতে নিহত ১ - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০১৯-১১-২৮ ১৫:৪৫:৩৭

টেকনাফে ডাকাত দলের গোলাগুলিতে নিহত ১

কক্সবাজার:  টেকনাফে ডাকাত দলের গোলাগুলিতে মোহাম্মদ উল্লাহ (৩৯) ওরফে সোনা মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামরী পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত সোনা মিয়া ডাকাত দলের সদস্য। তিনি হ্নীলা ইউনিয়নের উলুচাম হায়দার আলীর ছেলে। সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) এবিএমএস দোহা।  পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর রাতে হ্নীলার পাহাড়ি এলাকায় ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাতরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ডাকাত দলের সদস্যরা পাহাড়ি এলাকায় ঢুকে পরে। [the_ad id=”36489″]

পরে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার প্রথমে টেকনাফ উপজেলা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাস্থল থেকে ১টি এলজি, ৮ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ২৫ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) এবিএমএস দোহা বলেন, ডাকাত দলের গোলাগুলিতে এক ব্যাক্তি নিহত হয়েছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলার প্রক্রিয়া চলছে। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক টিটু চন্দ্র শীল বলেন, ভোরে গুলিবিদ্ধ একজনকে নিয়ে আসে পুলিশ। তার শরীরে গুলির চিহ্ন ছিল।

আরো সংবাদ