টেকনাফে তিনটি অস্ত্র ও ইয়াবাসহ কারবারি আটক - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০২০-১০-২০ ১৮:৪৬:০৭

টেকনাফে তিনটি অস্ত্র ও ইয়াবাসহ কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফের উলুচামারী এলাকায় অভিযান চালিয়ে ৩টি আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব ১৫। ২০ অক্টোবর রাতে হ্নীলা ইউনিয়নের উলুচামারী এলাকা থেকে ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ ওই কারবারিকে আটক করা হয়। তিনি হ্নীলা ইউনিয়নের উলুচামরী কোনাপাড়ার দিলদার আহমদের ছেলে আরমানুল ইসলাম ওরফে সোহেল (৩০)।

এ তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। তিনি বলেন, হ্নীলা ইউনিয়নের উলুচামরী নয়াপাড়া গ্রামের সরদারের বাড়ির সামনে রাস্তার উপর মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একটি বস্তাসহ কৌশলে পালিয়ে যাওয়ার সময় এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে ধৃতের সাথে থাকা বস্তাটি তল্লাশি করে ১টি ২২ বোর রাইফেলস, ১টি এসবিবিএল, ১টি নাইন এমএম পিস্তল, ২টি পিস্তলের ম্যাগজিন, ৯ রাউন্ড বন্দুকের গুলি, ৪ রাউন্ড বন্দুকের খালি খোসা, ২ রাউন্ড পিস্তলের গুলি এবং ৩ হাজার ৫৫০ ইয়াবা পাওয়া যায়। তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করে যে দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। উদ্ধারকৃত ইয়াবা ও অস্ত্রসহ আটকের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা রুজু করে টেকনাফ থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ