টেকনাফে দুই লাখ ত্রিশ হাজার ইয়াবা উদ্ধার - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০১৯-১২-০১ ২০:৩৮:০৩

টেকনাফে দুই লাখ ত্রিশ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি : টেকনাফে বিজিবি ও র‌্যাবের পৃথক অভিযানে দশ কোটি নব্বই লাখ টাকার মূল্য মানের দুই লাখ ত্রিশ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।এসময় বিজিবি ও র‌্যাব দুই পাচারকারীকে আটক করেছে। রবিবার বিকেল ও সন্ধ্যা হোয়াইক্যং ও হ্নীলা জাদিমোড়া থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন,উপজেলার হোয়াইক্যং ইউপি আমতলী এলাকার মৃত মাসুদের ছেলে মোঃ জয়নাল(৩৫) অপরজন মিয়ানমারের মাংগালা এলাকার মৃত ইউসুফের ছেলে আবুল কালাম (২০)।

টেকনাফের ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হোয়াইক্যং ইউপি আমতলী এলাকার জয়নালের বসত বাড়িতে ইয়াবা মজুদ রয়েছে।এমন তথ্যের ভিত্তিতে সেখানে টেকনাফ ব্যাটালিয়ানের একটি বিশেষ টহলদল অভিযান চালায়।এসময় ঔই বাড়ির আঙ্গিনায় মুরগীর ঘরের স্তুপ হতে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০হাজার ইয়াবাসহ জয়নালকে আটক করতে সক্ষম হয়।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯০লাখ টাকা।[the_ad id=”36442″]

এছাড়া অপর দিকে একইদিন রবিবার সন্ধ্যায় র‌্যাব-১৫ এর সিপিসি-১কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব (এক্স),বিএন বলেন,জাদিমোড়া হাসান মিয়ার বসত বাড়ির দক্ষিণ পার্শ্বে সড়কে মাদক ব্যবসায়ীরা ইয়াবা কেনা-বেচা করিতেছে।এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে এক রোহিঙ্গাকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১০কোটি টাকা।এ ঘটনায় মামলা করে ধৃতদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ