টেকনাফে প্রকল্পের টাকা আত্মসাৎ, চেয়ারম্যানসহ সচিব আটক - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০১৯-১০-৩১ ১১:৩৬:২৭

টেকনাফে প্রকল্পের টাকা আত্মসাৎ, চেয়ারম্যানসহ সচিব আটক

ভূয়া প্রকল্প দেখিয়ে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কক্সবাজার টেকনাফের বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাও. আজিজ ও সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সচিব রিয়াজুল হককে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৩১ অক্টোবর বেলা সাড়ে ১১টায় আদালত চত্বর থেকে তাদের আটক করা হয়। দুদক সূত্রে জানা যায়, ভুয়া ১২টি প্রকল্প দেখিয়ে ৩৫ লাখ টাকা আত্মসাৎ করেছে ইউপি চেয়ারম্যান মৌলভী আজিজ ও তৎকালীন সচিব রিয়াজুল হক। এ দুর্নীতির বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। ওই মামলায় তাদেরকে আটক করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম দক্ষিণের কর্মকর্তা জাফর সাদেক শিবলী এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, দুর্নীতির মামলায় তাদেরকে আটক করা হয়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হবে।[the_ad_placement id=”new”]

আরো সংবাদ