টেকনাফে প্রবল বৃষ্টিতে মানুষ পানিবন্দী - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৯-১০ ১৮:৫৬:৩০

টেকনাফে প্রবল বৃষ্টিতে মানুষ পানিবন্দী

কক্সবাজার: প্রবল বৃষ্টিপাত ও দমকা হাওয়ায় টেকনাফ উপজেলায় অর্ধশতাধিক গ্রাম পানিতে তলিয়ে গেছে। এতে ১০ হাজারের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ভুক্তভোগীদের দাবি খাল দখলের কারণে বৃষ্টির পানি সরতে না পারায় তাদের বাড়ি-ঘর তলিয়ে গেছে। এদিকে ১০ সেপ্টেম্বর উপজেলা প্রশাসন মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য মাইকিং করেছে। এমনকি টেকনাফ সরকারি ডিগ্রি কলেজও এখন পানিবন্দী। সরেজমিনে টেকনাফ পৌরসভার, হ্নীলা, বাহারছড়া, সাবরাং ও হোয়াইক্যংয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রবল বৃষ্টির পানিতে প্রায় অর্ধ শতাধিক গ্রামে দশ হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে। আর এলাকা ঘুরে মানুষের খোঁজখবর নিতে দেখা গেছে টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল হাসান প্রমুখকে।

পরিদর্শনকালে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল হাসান বলেন,  বৃষ্টিতে স্থানীয়দের ঘর পানিতে তলিয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের শুকনা খাবার দেয়া হবে। তাছাড়া বৃষ্টি অব্যাহত থাকায় সবাইকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকাও করা হচ্ছে।

আরো সংবাদ