টেকনাফে বিদ্যুৎ স্পৃষ্টে খাদ্যের সন্ধানে আসা হাতির মৃত্যু - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০৬-১২ ১০:১৫:২১

টেকনাফে বিদ্যুৎ স্পৃষ্টে খাদ্যের সন্ধানে আসা হাতির মৃত্যু

হাতি হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে পরিবেশ ও বনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফের হ্নীলায় পাহাড় হতে খাদ্যের সন্ধানে নেমে পড়া এক বন্য হাতি বৈদ্যুতিক সংযোগ লাইনের সাথে লেগে মৃত্যু হয়েছে। স্থানীয়দের ভাষ্য মতে, আজ ১২ জুন শুক্রবার ভোরে হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালীর খন্ডাখাঁড়া এলাকায় একটি বন্য হাতি খাদ্যের সন্ধানে পাহাড় থেকে স্থানীয়দের বসতির দিকে যাওয়ার পথে খন্ডাখাঁড়া গ্রামে পার্শ্বেবর্তী মরিচ্যাঘোনা গ্রাম হতে টানা বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে হাতির শুঁড় আটকে যায়। তৎক্ষণাৎ বৈদ্যুতিক স্পৃষ্টে হাতিটি মারা যাওয়ার শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙ্গে যায়। আর এদিকে পুরুষ প্রজাতির মৃত এ হাতিকে দেখতে শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় জমায়।

এ বিষয়ে টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আশিক মাহমুদ বলেন, টেকনাফের বিদ্যুৎ বিভাগ অবৈধভাবে পাহাড়ের ভিতরে বনাঞ্চল এলাকায় বিদ্যুৎ সরবরাহের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বন্য হাতিটির মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, বন বিভাগের সাথে সমন্বয় না করে নিয়মবহির্ভূত বনাঞ্চল এলাকায় বিদ্যুতের খুঁটি স্থাপন করায় পাহাড়ি বণ্যপ্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে। এছাড়া মৃত হাতির সৎকারের ব্যবস্থা নেয়া হয়েছে।

এব্যাপারে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, উখিয়া-টেকনাফে অধ্যুষিত বিপুল পরিমাণ রোহিঙ্গা শরনার্থী বসবাসের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে পাহাড়ের সবুজ অরন্য। নষ্ট হয়ে যাচ্ছে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য। এতে করে দেখা দেয় পাহাড়ি জীব জন্তুর খাদ্য সংকট। এমন অবস্থায় খাদ্যের সন্ধানে পাহাড়ী জীবন্তুরা লোকালয়ে বেরিয়ে আসলে তাদের জীবনে নেমে আসে অশনি সংকেত।

আরো সংবাদ