টেকনাফে সড়ক দুর্ঘটনায় মহিলা-ছেলে নিহত - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৯-১৯ ২২:২৩:২২

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মহিলা-ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ : টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে সিএনজি ও লেগুনা গাড়ীর মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন হতাহত হয়েছেন। তাদের মধ্যে একজন মহিলা ঘটনাস্থলে নিহত ও তার ১ বছরের শিশু পুত্র সুহাইব জেলা সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। নিহত মহিলা জাকির হোসেনের স্ত্রী সনজিদা বেগম (৩৫)। এই ঘটনায় গুরুত্বর আহত স্বামী জাকির হোসেন (৪২)। টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় মেরিন ড্রাইভ সড়কে ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তাঁরা টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া বাসিন্দা। টেকনাফ বাহারছড়া শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে টেকনাফ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ী দু’টি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে’। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার শিকার ব্যক্তিরা কক্সবাজার থেকে অটোরিক্সা (সিএনজি) যোগে টেকনাফে আসছিল। মেরিন ড্রাইভ সড়ক বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল নামক এলাকায় পৌঁছালে তাঁদের বাহন সিএনজি বিপরীত দিকে থেকে আসা লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে থাকা স্থানীয়রা আহত লোকজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে জাকির হোসেনের স্ত্রী সনজিদা বেগমকে ও জেলা সদর হাসপাতালে শিশু পুত্র সুহাইবকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আরো সংবাদ