টেকনাফে হুফফাজুল কোরআন সংস্থার সাংগঠনিক র্কাযক্রম  - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৯-২৭ ০৫:৩৬:৪৪

টেকনাফে হুফফাজুল কোরআন সংস্থার সাংগঠনিক র্কাযক্রম 

টেকনাফ প্রতিনিধি: কোরআন হাফেজদের মেধা ও মান উন্নয় এবং সহজে হেফজ ইয়াদ, কোরআন হাফেজদের প্রশিক্ষন ব্যবস্থা ও শিশুদের কোরআর হেফজ র প্রতি মনোযোগী করার লক্ষ্যে টেকনাফে হুফফাজুল কোরআন সংস্থা ব্যাপক উদ্যোগ গ্রহন করে। এর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যংয়ে কোরআন হাফেজ ও আলেম উলামাদের পৃথক সভা অনুষ্টিত হয়। সুত্র জানায়, গতকাল বিকাল ৫টায় উপজেলার ১নং হোয়াইক্যং মডেল ইউনিয়নের উনছিপ্রাং দারুল ইরফান মুহিউচ্ছুন্নাহ মাদ্রাসা চত্বরে হুফফাজুল কোরআন সংস্থার সভা আনুষ্টিত হয়। হাফেজ মোহাম্মদ তাহেরের পরিচালনা ও হাফেজ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্টি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ককসবাজার জেলা হুফফাজুল কোরআন সংস্থার উপদেষ্টা টেকনাফ উপজেলা সাংবাদিক ইউনিটির সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম সাইফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক মাওঃ মুহাম্মদ তাহের নঈম, উপজেলা হুফফাজুল কোরআন সংস্থার সভাপতি হাফেজ নুরুল আমিন, সাধারণ সম্পাদক হাফেজ এনাম ও মাওলানা শাহ আলম। সভায় হাফেজ ইউনুছ, রমজান উদ্দিন পটল,মাহফুজুর রহমান স্থানীয় অন্যান্য ব্যাক্তির্বগ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সাইফী বলেন- আগামী প্রজম্মকে কোরআন হেফজর প্রতি মনোনিবেষ করতে হুফফাজুল কোরআন সংস্থার এ র্কাযক্রম একটি দ্বীনি দাওয়াত। এ দাওয়াত সকলের নৈতিক দায়িত্ব। সভা শেষে মনির ঘোনা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল বারী, মাওলানা তাহের নঈম ও মাওলানা শামশুল আলমকে উপদেষ্টা করে হুফফাজুল কোরআন সংস্থা হোয়াইক্যং ইউনিয়ন শাখা গঠন করা হয়। ২৫ জন বিশিষ্ট উক্ত কমিটিতে সর্বসম্মতিক্রমে মনির ঘোনা মাদ্রাসার শিক্ষক হাফেজ মাঈনুদ্দিনকে সভাপতি, উনছিপ্রাং মাদ্রাসার শিক্ষক হাফেজ রফিককে সাধারণ সম্পাদক ও হাফেজ আব্দুল করিমকে সাংগঠানিক সম্পাদক নির্বাচিত করা হয়। এদিকে হুফফাজুল কোরআন সংস্থার কমিঠি গঠন উপলক্ষ্যে গতকাল সন্ধা ৭টায় হ্নীলা কেন্দ্রীয় জামে মসজিদে এক সভা অনুষ্টিত হয়। হাফেজ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হুফফাজুল কোরআন সংস্থা ককসবাজার জেলা শাখার উপদেষ্টা সাংবাদিক সাইফুল ইসলাম সাইফী। সভা শেষে হাফেজ জামাল হোছাইনকে আহবায়ক করে হ্নীলা ইউনিয়ন হুফফাজুল কোরআন সংস্থার ৫জন বিশিষ্ট একটি আহবায়ক কমিঠি গঠন করা হয়।

আরো সংবাদ