টেকনাফে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ৩ - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মঙ্গলবার

প্রকাশ :  ২০২০-০১-২৫ ১৮:০৪:৪২

টেকনাফে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ৩

মজিবুর রহমান টেকনাফ:  টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। ইয়াবাসহ আটক ব্যক্তিরা হলেন, টেকনাফ পৌরসভা ডেইল পাড়া এলাকার আব্দু গফুরের স্ত্রী নুর বাহার (৫০), হোয়াইক্যাং ইউনিয়নের খারাংখালী এলাকার নুর আলমের ছেলে মো. হেলাল (২৮), টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার মো.ইসমাইলের ছেলে রাজ্জাক(১৮)।[the_ad id=”36442″]
২৫ জানুয়ারি রাত ৮ টা দিকে টেকনাফের ডেইল পাড়া আব্দুল গফুরের বাড়ি থেকে এসব ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। টেকনাফ কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লে.এম সোহেল রানা কক্সবাজার কন্ঠকে বলেন, শনিবার রাতে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ইয়াবার একটি বড় চালান আব্দুল গফুরের বাড়িতে মজুদ রয়েছে। উক্ত সংবাদে আমার নেতৃত্বে গফুরের বাড়িতে তল্লাশী করে ২টি শপিং ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগ দুইটি উদ্ধার করে ১ লাখ ৫০ হাজার  ইয়াবা পাওয়া যায়।[the_ad_placement id=”after-image”]
উদ্ধারকৃত ইয়াবার মূল্য সাড়ে ৪ কোটি টাকা বলে জানাগেছে। তিনি বলেন, ইয়াবা উদ্ধারে ঘটনায় জড়িত থাকা মোঃ আব্দুল গফুর (৬০) ও তার দুই ছেলে মোঃ হোসেন (৩০), মোঃ সাদ্দাম হোসেন (২৫) এবং সাদ্দাম হোসেন এর স্ত্রী মোছাঃ আঞ্জুমা বেগম পলাতক রয়েছে। তারা দীর্ঘদিন যাবত এই ইয়াবা ব্যবসা করে আসছে। আটককৃত আসামীসহ উদ্ধার ইয়াবা গুলো টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ