টেকনাফে ২২ হেক্টর জমিতে ফুল কপি ও বাধা কপির চাষ - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মঙ্গলবার

প্রকাশ :  ২০২০-০১-২২ ০৭:৫৭:১৩

টেকনাফে ২২ হেক্টর জমিতে ফুল কপি ও বাধা কপির চাষ

ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফে বাঁধা কপি ও ফুল কপি চাষ করে শত শত কৃষক ভাগ্যের পরিবর্তন ঘটাচ্ছে।ফলে উপজেলা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে কপি চাষ।এ বছর বাঁধা কপি ও ফুল কপি চাষে লাভের আশায় বুক বেঁধেছেন সবজি চাষে কৃষকেরা। উপজেলার চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করবে বলে মনে করছেন চাষিরা।মাটির উর্বরতা শক্তি ও আবহাওয়া সবজি চাষের জন্য উপযোগী হওয়াই উপজেলায় গত বছর কয়েকজন লোক চাষ করে লাভবান হওয়ায় এবছর বাঁধা কপি, ফুল কপিতে ঝুঁকছে।তবে আবহওয়া অনকূলে থাকায় উপজেলার অনেক কৃষক বাঁধা কপি চাষ করছেন। কৃষকরা জানান,এক সময় জমিতে ধান- অল্প কিছু সবজি চাষ ছাড়া তেমন কিছু হতো না।গত দুই বছর আগে এ গ্রামে কপির চাষ শুরু হয়।লাভজনক আবাদ হিসেবে কপি চাষে আগ্রাহী হয়ে উঠেন এলাকার কৃষকরা।এরপর থেকে এলাকার চাষিরা কপি চাষের দিকে ঝুঁকেছেন।নিজের অভিজ্ঞতার পাশাপাশি উপজেলা কৃষি অফিসের পরামর্শে চাষিরা এ চাষ শুরু করেন।কপি চাষ পল্লান পাড়া,দমদমিয়া গ্রাম পেরিয়ে ছড়িয়ে পড়েছে উপজেলার বিভিন্ন গ্রামে।[the_ad id=”36442″]

এ চাষের মাধ্যমে কৃষকরা বেশ লাভবানও হচ্ছেন। টেকনাফ সদর লম্বরীর বাধা কপি চাষি মীর কাশেম বলেন, প্রতি বছর তিনি বিভিন্ন ধরনের সবজি আবাদ করে থাকেন। এবার আবহওয়া অনুকূলে থাকায় বাঁধা কপির চাষ করে ফলন ভালো হয়েছে।কৃষকরা এবার লাভবান হবেন বলে তিনি মনে করছেন। হাবিরছড়া গ্রামের সবজি চাষি আব্দুল গফুর বলেন, প্রতি বিঘা বাঁধা কপি ও ফুল কপি চাষ করতে খরচ হয় ১৫ থেকে ২০ হাজার টাকা।কপি চাষ করতে খুব বেশি পরিশ্রমও করতে হয় না।তাই তিনি এ বছর বাঁধা কপি চাষ করেছেন। এ বছর তিনি তিন বিঘা জমিতে বাঁধা কপি চাষ করছেন। তার খরচ হয়েছে ৫০ হাজার টাকা মতো।এ বছর বাঁধা কপির ভালো ফলন হওয়ায় এ জমি থেকে প্রায় ১লাখ টাকা আয় হবে বলে মনে করেন। একই এলাকার কপি চাষি আব্দু সমদ বলেন,কৃষি বিভাগের পরামর্শ এ চাষ করেছি।বাঁধা কপি উপজেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হবে।[the_ad_placement id=”after-image”]

বাজারে কপির চাহিদাও ভালো। এ প্রসঙ্গে উপজেলা উপ সহকারী কৃষি অফিসার শফিউল আলম বলেন,এ বছর উপজেলার ২২হেক্টর জমিতে কপি চাষ হচ্ছে।প্রাকৃতিক দুর্যোগ ও খরা না থাকলে এ সবজি চাষ করে আরো বেশি লাভবান হবে কৃষকরা।প্রাকৃতিক দুর্যোগ ও খরা মোকাবিলা করে ভবিষ্যতে কপি চাষ আরো ভালো যেন করতে পারে তার জন্য উপজেলার কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে।

আরো সংবাদ