টেকনাফ স্থলবন্দরে ১১ কোটি ৬৪ লাখ টাকার রাজস্ব আদায় - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৯-০৪ ১৯:৪৯:০৮

টেকনাফ স্থলবন্দরে ১১ কোটি ৬৪ লাখ টাকার রাজস্ব আদায়

জসিম সিদ্দিকী, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে সীমান্ত বাণিজ্যে গত আগস্ট মাসে ১১ কোটি ৬৪ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। তবে পণ্য আমদানিতে রাজস্ব আদায় আশানুরূপ হলেও বতর্মানে বন্দরে লেবার সংকটের কারণে পণ্য আনা-নেয়া কম হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থলবন্দর শুল্ক স্টেশন সূত্রে জানা গেছে, ২০১৯-২০ অর্থ বছরের আগস্ট মাসে ২৩১টি বিল অব এন্ট্রির মাধ্যমে ১১ কোটি ৬৪ লাখ ৯১ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। এই স্টেশনে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক এখনো মাসিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি। ওই মাসে মিয়ানমার থেকে ৪৩ কোটি ৫৮ লাখ ৬১ হাজার টাকার পণ্য আমদানি হয়। অপরদিকে, ৪২টি বিল অব এক্সপোর্টের মাধ্যমে ১ কোটি ২ লাখ ৭৯ হাজার টাকার পণ্য মিয়ানমারে রফতানি করা হয়েছে। এছাড়া শাহপরীরদ্বীপ করিডোর দিয়ে ৭ হাজার ২৩টি গরু, ২ হাজার ৭৪৮টি মহিষ আমদানি করে ৪৮ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা রাজস্ব আদায় করা হয়। এদিকে, স্থানীয় ব্যবসায়ীরা জানান, সীমান্ত বাণিজ্য ব্যবসায় সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে না। বতর্মানে লেবার সংকটসহ নানান সমস্যা তৈরি হচ্ছে। এতে পণ্য কম আনা নেয়া হচ্ছে। এসব সমস্যার কারণে ব্যবসায়ীরা অন্য বন্দরের দিকে ঝুঁকছেন। তারা আরও জানান, মিয়ানমার থেকে শতভাগ পণ্য আমদানি হলেও বাংলাদেশ থেকে পণ্য রফতানি কম হচ্ছে। যার ফলে দু’দেশের মধ্যে ঘাটতির পরিমাণ বেড়েই চলছে। তাই বন্দরের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের দাবি জানান ব্যবসায়ীরা। টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা আবছার উদ্দীন বলেন, ‘গত আগস্ট মাসে বৈরী আবহাওয়া ও কোরবানির ঈদে মিয়ানমার থেকে পণ্য আমদানি কিছুটা স্বাভাবিক থাকায় রাজস্ব আদায়ও আশানুরূপ হয়েছে।

আরো সংবাদ