ডাকাতের গুলিতে নিহত কন্ঠশিল্পী জনি দে - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার

প্রকাশ :  ২০২০-১০-০৮ ০৭:৩৩:৩২

ডাকাতের গুলিতে নিহত কন্ঠশিল্পী জনি দে

মো:শাফায়েত হোসেন বান্দরবান : বান্দরবানের নইক্ষ্যংছড়ি বাইশারী-ঈদগড়-ঈদগাঁও সড়কে ডাকাতের গুলিতে নিহত হয়েছে আঞ্চলিক গানের জনপ্রিয় কন্ঠশিল্পী জনি দে। বৃহষ্পতিবার সকাল ৮টায় ওই সড়কের কক্সবাজার সদর উপজেলার ঈদগাও হিমছড়ি ঢালা নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জনি দে (১৮) রামুর ঈদগড় ইউনিয়নের চরপাড়া (নতুনপাড়া) এলাকার তপন দে’র ছেলে। জনি দে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। ঈদগড় ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন জানান,আগের রাতে একটি অনুষ্ঠানে গান পরিবেশন করে সকালে বাড়ি ফিরছিলেন জনি দে। পথিমধ্যে ডাকাতরা তাকে বহনকারী সিএনজি গাড়ি থামানোর চেষ্টা করে। ড্রাইভার গাড়িটি দ্রুত বেগে চালিয়ে নেওয়ার চেষ্টা করলে ডাকাতদল উক্ত গাড়িটি লক্ষ্য করে গুলি চালায়, এতে ঘটনাস্থলেই জনি দে নিহত হয়। বর্তমানে ওই সড়কে বাইশারী-ঈদগড়-ঈদগাঁও সড়কে চলাচলকারী যাত্রীরা আতংকে রয়েছেন।
উল্লেখ্য,বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আওতাধীন বাইশারী-ঈদগড় ১২কি:মি: এবং কক্সবাজার সদর উপজেলার আওতাধীন ঈদগড়-ঈদগাও ১৫ কি:মি: সড়কের মধ্যবর্তী স্থানে স্থায়ী নিরাপত্তা চৌকি নাই। যা দীর্ঘ পথের যাত্রীদের নিরাপত্তার ব্যাঘাত ঘটে। ফলে প্রতিনিয়ত হত্যা,অপহরন,ডাকাতি, রাহাজানি চলছেই। এই অবস্থা নিরসনে স্থায়ী পুলিশ ক্যাম্প প্রতিষ্ঠার জোর দাবি জানিয়েছে ওই সড়কে যাতায়াতকারী বাইশারী, ঈদগড় জনপদের লক্ষাধিক জনসাধারন।

আরো সংবাদ