তরুণদের ক্ষমতায়নের জন্য উপযোগী প্ল্যাটফর্ম তৈরী করছে সরকার-ক্রীড়া প্রতিমন্ত্রী - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০২-২৭ ০৬:১৯:৪৫

তরুণদের ক্ষমতায়নের জন্য উপযোগী প্ল্যাটফর্ম তৈরী করছে সরকার-ক্রীড়া প্রতিমন্ত্রী

জসিম সিদ্দিকী, কক্সবাজার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, এসডিজি অর্জনে ভূমিকা রাখতে তরুণদের বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিতা অর্জন, প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নের জন্য উপযোগী প্ল্যাটফর্ম তৈরীতে কাজ করছে সরকার। জাতীয় উন্নয়নের জন্য তরুণদের ক্ষমতায়ন এ প্রতিপাদ্যে ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় কক্সবাজারে চতুর্থ জাতীয় যুব সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন। তিনি আরও বলেন, মুজিববর্ষ উপলক্ষে ২ লাখ যুবককে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দিবে সরকার। স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে জাগো ফাউন্ডেশন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাগো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক করভি রাকশান্দ, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডেপুটি হাই কমিশনার কানবার হোসেন বর, ইউএনডিপির প্রতিনিধি সুদীপ্ত মুখার্জীসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
চারদিনব্যাপী এ সম্মেলনে সারা দেশ থেকে ছয় শতাধিক তরুণ-তরুণী অংশ নিচ্ছে। পরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ সময় তিনি বলেন, কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে ঢেলে সাজিয়ে আরো আধুনিকায়ন করার লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়া কক্সবাজারে আন্তর্জাতিকমানের আরো একটি ক্রিকেট স্টেডিয়াম ও ফুটবল স্টেডিয়াম নির্মাণে সরকারের পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

আরো সংবাদ