তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত : প্রাণ হারালেন ১১ সেনা - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-০৩-০৫ ০৬:৫৪:৩৫

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত : প্রাণ হারালেন ১১ সেনা

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত : প্রাণ হারালেন ১১ সেনা

নিউজ ডেস্ক :  তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১১ সেনা কর্মকর্তা। আহত হয়েছেন আরও দুজন। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ কথা জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

জানা যায়, কুগার হেলিকপ্টারটি তুরস্কের বিতলিস প্রদেশের কেকমেস গ্রামের কাছে বিধ্বস্ত হয়। সেটি তাতভান শহর থেকে নিকটবর্তী বিনগল প্রদেশে যাচ্ছিল। বৃহস্পতিবার (৪ মার্চ) স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কর্তৃপক্ষের।

কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় ৯ জন ঘটনাস্থলেই নিহত হন। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ২ জন। আহত আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য হেলিকপ্টার বিধ্বস্ত হওয়াকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করলেও বিস্তারিত কিছু জানায়নি।

হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পরপরই দেশটির প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার, স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সোলুসহ সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান

তুরস্কের প্রধান জাতীয়তাবাদী দলের নেতা দেভলেত বাচেলি টুইটারে জানিয়েছেন, নিহতদের মধ্যে তুরস্কের সামরিক বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ওসমান এরবাসও রয়েছেন।

এর আগে ২০১৭ সালে তুরস্কের ইরাক ও সিরিয়া সীমান্তবর্তী সিরনাক প্রদেশে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৩ সেনা প্রাণ হারিয়েছিলেন।

আরো সংবাদ