ত্রাণ নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে আঁখি আলমগীর - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০৫-২৮ ১২:৩১:১৬

ত্রাণ নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে আঁখি আলমগীর

জসিম সিদ্দিকী:মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে পড়ে কক্সবাজারে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে আসছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। এ সময় তিনি ত্রাণ বিতরণের পাশাপাশি খাবারও বিতরণ করেন। ২৮ মে সকালে একটি সংস্থার হয়ে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আসেন আঁখি আলমগীর। এ সময় তিনি জানান, একটি চ্যারিটি কনসার্টের মাধ্যমে এ ত্রাণের অর্থ সংগ্রহ করা হয়েছে। ১৩ মে ইংল্যান্ডের ম্যানচেস্টারে কনসার্ট অনুষ্ঠিত হয়। দর্শক সারিতে হাজির ছিলেন প্রবাসী বাঙালিরা। সেখানে ১ লাখ ১১ হাজার পাউন্ড অর্থ সংগৃহীত হয়। কনসার্ট আয়োজন করে ইকবাল ব্রস ফাউন্ডেশন। ম্যানচেস্টারের ওই কনসার্টে আঁখি আলমগীরও অংশগ্রহণ করেন। ওই টাকা দিয়ে তারা মায়ানমারের নিপীড়িত মানুষদের জন্য খাবার কিনেছেন। সেনাবাহিনীর সহযোগিতায় রোহিঙ্গাদের মাঝে ওই ত্রাণ ও খাবার বিতরণ করা হয়েছে।

আরো সংবাদ