দারিদ্রতার অভাবে পড়ালেখা বন্ধের পথে মেধাবী ছাত্রী রুমার - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০১৯-০৯-২৯ ১৯:৩২:১৯

দারিদ্রতার অভাবে পড়ালেখা বন্ধের পথে মেধাবী ছাত্রী রুমার

আনিস নাঈমুল হক রামু: কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের গোয়ালিয়া পালং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্রী রুমা আক্তার। রোল নং ০৯ গ্রাম :ধোয়াপালং নয়াপাড়া,রাবেতা। মেয়েটি সমাজের অন্য শিক্ষার্থীদের মতো লেখা পড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে, মানুষের মতো মানুষ হওয়ার স্বপ্ন তার। কিন্তু,বাধা একটাই দারিদ্রতা। স্হানীয় বাসিন্দা নুরুল হক নুরু বলেছেন ছোট বেলায় মা,বাবাকে হারানোর পর নানা নানির অভাবের সংসারে বড় হয় রুমা। বর্তমানে দশম শ্রেণিতে পড়লেও যে কোন মুহূর্তে পড়ালেখা বন্ধের উপক্রম চলছে তার। সংসারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি তার নানা আহম্মদ উল্লাহর বয়স ৭০ বৎসরের কাছাকাছি। সংসারে অবস্থা এখন নুন আনতে পান্তা ফুরায়। গোয়ালিয়া পালং উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব জয়নাল আবেদিন স্যার জানান তিনি রুমার আর্থিক অবস্হা দেখে স্কুলের মাসিক ফিঃ ও স্কুলের আনুসাংঘিক খরচ মাফ করেন। কিন্তু আর্থিক অভাবের কারণে পড়ালেখা বন্ধের উপক্রম চলছে মেয়েটির। কলেজ ছাত্র রমজান আহ্বান জানান এমতাবস্থায় কোন স্বেচ্ছাসেবী সংঘঠন কিংবা কোন বিত্তশালী স্বহৃদয় ব্যক্তি যদি আর্থিক সহযোগীতার দায়িত্ব নিয়ে মেয়েটির পাশে দাড়ায়, তাহলে মেয়েটি শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হওয়ার সুযোগ পাবে। রুমা আকতার জানায়, আমি ছোট বেলায় আমার মা-বাবাকে হারিয়েছি। নানা-নানির হাতে বড় হয়েছি।এখন ওনারা অসুস্হ ও আয়রোজগার করতে পারেনা। পড়ালেখা করে ভালো একটা ভালো চাকরি করতে চাই। কিন্তু অভাবের কারণে সপ্ন পূরন হবে কিনা জানিনা? আমাকে যদি সবাই পড়াশুনা করার জন্য সাহায্য করে আমি তাদের কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকব।

আরো সংবাদ