দু’পক্ষের ৩০ জন করে আইনজীবী এজলাসে থাকার অনুমতি - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০১৯-১২-১২ ০৩:৫৬:৪২

দু’পক্ষের ৩০ জন করে আইনজীবী এজলাসে থাকার অনুমতি

নিউজ ডেস্ক:   চ্যারিটেবল দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিনের শুনানিতে উভয়পক্ষের ৩০ জন করে আইনজীবী থাকবেন। এর বাইরে অন্য কোনো আইনজীবী থাকতে পারবেন না এজলাসে। যারা আপিল বিভাগের তালিকাভুক্ত তারাই থাকবেন।

৯টা ৫মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতি এজলাসে আসন নিলে খালেদার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আমাদের আইনজীবীরা ঢুকতে পারছে না। তাদের প্রবেশ মুখে আটকে দেওয়া হচ্ছে।’

তিনি বাম পাশে বিপুল সংখ্যাক ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের দেখিয়ে বলেন, ‘তারা সবাই আছে। কিন্তু আমাদের আইনজীবীরা বাইরে আছেন।’[the_ad id=”36442″]

এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘আপিল বিভাগের হলে আসতে পারবেন।’খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আমি একটি রায় পড়ছি, এতে বলা হয়েছে উন্মুক্ত আদালতে বিচার হবে। এতে আইনজীবী ও বিচারপ্রার্থীদের অংশগ্রহণ থাকবে।’

তিনি আরও বলেন, ‘বাইরে শত শত পুলিশ। তাদের হাতে রাইফেল, বুলেটপ্রুফ জ্যাকেট পরা। আমরা আশ্বাস দিচ্ছি। সবাই শান্তিপূর্ণভাবে থাকবেন।’প্রধান বিচারপতি বলেন, ‘আপনারাও গত শুনানিতে এদিকে জ্যাম করে রেখেছিলেন।’খালেদার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, ‘আমরা শান্তি চাই।’এ পর্যায়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘কতজন আইনজীবী থাকবেন, আদালত সেটা নির্ধারণ করে দিতে পারেন। ২০/৩০ জন হতে পারে।’প্রধান বিচারপতি ৩০ জন আইনজীবীর বিষয়ে সম্মতি দেন।

আরো সংবাদ