দুর্গন্ধময় পানির দখলে পর্যটন শহরের সড়ক! - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মঙ্গলবার

প্রকাশ :  ২০২০-০১-১৭ ১৪:২০:০৫

দুর্গন্ধময় পানির দখলে পর্যটন শহরের সড়ক!

জসিম সিদ্দিকী, কক্সবাজার: পর্যটন শহর কক্সবাজারে প্রবেশদ্বার কলাতলি রাস্তায় মলমুত্রের দুর্গন্ধযুক্ত পঁচাপানি জমে রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সী-বিচমুখী হাজারো পর্যটক। পথচারীদের অভিযোগ, আশপাশের আবাসিক হোটেল থেকে আসা টয়লেটের ময়লা পানি ছড়িয়ে পড়ছে রাস্তায়। দিনের পর দিন এসব পানি থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। সমুদ্র দেখার সুখ-স্বপ্ন নিয়ে কক্সবাজার ঘুরতে আসেন দেশী বিদেশী পর্যটক। এ জন্য স্বল্পমূল্যের কটেজ থেকে শুরু করে পাঁচ তারকা মানের আবাসিক হোটেলও গড়ে উঠেছে এই নগরে। রয়েছে চাহিদা মতো খাবার রেস্তোরাঁও। এসবে ফিটফাট কক্সবাজার শহর। কিন্তু ভেতরে যে সদরঘাট তা অনেকেরই অজানা।[the_ad id=”36442″]
পর্যটন শহরের সড়ক ব্যবস্থা এতই নাজুক, তা বলার ভাষা নাই। ভ্রমণের এসে বিরুপ মন্তব্য করে অনেক পর্যটক। কথাগুলো সাগরপাড়ের চা-বিক্রেতা নজু মিয়ার। তার দুঃখ, দেশের বিভিন্ন জায়গায় প্রচুর উন্নয়ন হচ্ছে। কিন্তু কক্সবাজারের শনির দশা কেন কাটছে না! এখানে কি কোন যোগ্য নেতা নাই! নাকি সরকারের বরাদ্দের অভাব! কোনটি বুঝে আসে না এই সাধারণ মানুষটির। এদিকে ময়লা দুর্গন্ধযুক্ত পানি গাড়ির চাকায় ছড়িয়ে যাচ্ছে। বাতাসে দুর্গন্ধ আর জীবাণু এক হয়ে দূষিত হচ্ছে পরিবেশ।[the_ad_placement id=”after-image”]
স্থানীয় বাসিন্দা সাইমুন আমিন বলেন, কতিপয় ধান্দাবাজ নেতা ফুটপাত ও ড্রেনের জমি দখল করে গাড়ীর পার্কিং ও দোকান নির্মাণ করে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। ফলে ড্রেনের পানি চলছে জনগণের চলাচলে রাস্তা দিয়ে। সাদ্দামের দুঃখ, এভাবে আর কত? আসলে কি দেখার মতো কি কোন কর্তৃপক্ষ নাই? কক্সবাজার শহরের প্রবেশ মুখে যদি এই অবস্থা হয়, তাহলে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা কক্সবাজার শহর সম্পর্কে ধারণা কি করবে! এ জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, পৌর মেয়র ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলরসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন সমাজকর্মী সাদ্দাম হোসেন। এ প্রসঙ্গে জানতে শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমানকে ফোন করলে ফোন বন্ধ পাওয়া যায়।

আরো সংবাদ