দেশের সর্ববৃহৎ ফিস এ্যাকুরিয়াম কক্সবাজারে,থাকছে প্রায় ১শ’ প্রজাতির মাছ ও সামুদ্রিক প্রাণী - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৯-১০ ২০:৩১:৫২

দেশের সর্ববৃহৎ ফিস এ্যাকুরিয়াম কক্সবাজারে,থাকছে প্রায় ১শ’ প্রজাতির মাছ ও সামুদ্রিক প্রাণী

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের পর্যটন শিল্পে যুক্ত হয়েছে আন্তজার্তিক মানের ফিস এ্যাকুরিয়াম ‘রেডিয়েন্ট ফিস ওর্য়াল্ড’। নান্দনিক নানান বৈচিত্র্যময় শিল্পকর্ম সমৃদ্ধ দেশের একমাত্র এবং সর্ববৃহৎ এই এ্যাকুরিয়ামে রয়েছে বিলুপ্ত প্রায় প্রজাতিসহ ৫০ থেকে ৬০ প্রজাতির মাছ ও সামুদ্রিক প্রাণী। এছাড়াও রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডে রয়েছে ছোট–বড় অন্তত ৫০টি এ্যাকুরিয়াম। থাকছে বিলুপ্ত হওয়া বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে ফিস মিউজিয়ামও।রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড’ নামে বিশ্বমানের এই এ্যাকুরিয়াম স্থাপন করে কক্সবাজারের পর্যটন শিল্পকে আরো অনেক দূর এগিয়ে নিল এই প্রতিষ্ঠানটি। আমি মনে করি, নানা সামুদ্রিক মৎস্যসহ জীব বৈচিত্র্যেঞ্জ ভরপুর এই এ্যাকুরিয়াম কক্সবাজারের পর্যটনে নবদিগন্তের সূচনা করেছে। এখান থেকেই পর্যটকরা তাদের ভ্রমণের যাত্রা করতেন। কিন্তু ক্রমে ঝাউতলা সেই ঐতিহ্য হারিয়ে ফেলেছে। এখন পর্যটনের সব উপল কক্সবাজারের দক্ষিণ দিকে চলে যাচ্ছে। এমন মুহূর্তে এখানে রেডিয়েন্ট গ্রুপ বিশ্বমানের ‘রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড’ এ্যাকুরিয়াম নির্মাণ করেছে। আন্তর্জাতিক মান বজায় রেখে এই এ্যাকুরিয়াম নির্মাণে সময় লেগেছে প্রায় দুই বছর। ‘রেডিয়েন্ট ফিস ওর্য়াল্ড’–এ থাকছে পার্টি সেন্টার, ফ্রি ওয়াই–ফাই জোন, মিনি জু, লাগেজ লকার, কিডস গেম জোন, স্যুভেনির সপ, ডিজিটাল কালার ল্যাব, থ্রিডি ও নাইন ডি শোসহ নানান বৈচিত্র্যময় ইভেন্ট। এটা শুধু বিনোদন কেন্দ্র নয়, সাগরের জীববৈচিত্র্য ও প্রাণী সম্পর্কে জানার একটি শিক্ষা কেন্দ্র হিসাবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এ্যাকুরিয়ামের জেনারেল ম্যানেজার ও ইনচার্জ মো. নাজিমুল ইসলাম বলেন, ‘ইন্টারনেটে বিনোদনের উৎস খুঁজে না পেয়ে অনেকেই বিপদগামী হচ্ছে। এছাড়া অধিকাংশ শিশু–কিশোর সমুদ্র ও মিঠা পানির মাছ সম্পর্কে অজ্ঞ। তাই তাদের বিলুপ্ত হওয়া প্রাণীসহ বিভিন্ন মাছের সম্পর্কে ধারণা দেশে এই প্রথম আন্তর্জাতিক মানের এ্যাকুরিয়াম কমপ্লেক্স নির্মিত হয়েছে কক্সবাজারে।’

আরো সংবাদ