দেশের সামনে কঠিন বিপদ - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার

প্রকাশ :  ২০১৯-১০-৩০ ২০:০৮:৪০

দেশের সামনে কঠিন বিপদ

জলবায়ু পরিবর্তনের ধারাবাহিকতায় বাংলাদেশের বিরাট সংখ্যক মানুষ বিপদের মুখে পড়তে যাচ্ছে। বিশেষজ্ঞরা অনেক আগে থেকেই বিষয়টি বলে আসছিল। তবে তাদের ধারনার চেয়ে দ্রুত সময়ে বাংলাদেশ এই বিপদের মুখে পড়তে যাচ্ছে বলে গবেষণায় উঠে এসেছে।

বাংলাদেশের চার কোটি মানুষ ২০৫০ সালের মধ্যেই সমুদ্রের নোনাপানির ঝুঁকিতে পড়বে। আর চলতি শতাব্দীর মধ্যে ক্ষতির শিকার হওয়া মানুষের সংখ্যা দাঁড়াবে প্রায় সাত কোটি।[the_ad id=”36442″]

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিশ্বের প্রভাবশালী বিজ্ঞান সাময়িকী নেচার কমিউনিকেশনে এ বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে এ ভয়াবহ খবর তুলে ধরা হয়েছে।

‘ক্লাইমেট সেন্ট্রাল’ নামের জলবায়ু পরিবর্তনবিষয়ক গবেষণা প্রতিষ্ঠানের ওই প্রতিবেদনে বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার ফলে বিশ্বের উপকূলীয় দেশ ও দ্বীপরাষ্ট্রগুলোতে প্রভাব পড়বে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত সংবাদমাধ্যমকে বলেন, ২০৫০ সালের মধ্যে উপকূলীয় এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কা কম। মূল ঝুঁকি নদীর লবণাক্ততা। এটি বাড়বে। ঘূর্ণিঝড়ের মাত্রাও বাড়বে।

আরো সংবাদ