নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা শিক্ষার্থীরা - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

প্রকাশ :  ২০২০-০১-০১ ০৫:৩২:২১

নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক: নববর্ষের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উল্লাসে মেতেছে কোটি কোটি শিক্ষার্থী। বই উৎসবে মেতে উঠেছে সারাদেশ। এ বছর প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ৩৫ কোটিরও বেশি বই বিতরণ করা হবে। গত বছরের তুলনায় এবার ২০ লাখেরও বেশি বই দেয়া হচ্ছে।[the_ad id=”36442″]

বই উৎসবে ৪ কোটিরও বেশি শিশুর পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নিচ্ছে। এ বছর ৭৫০ শিক্ষার্থীকে ১১০টি বিষয়ে ৯ হাজার ৫০৪টি ব্রেইল বই বিতরণ করা হচ্ছে। এছাড়াও প্রাক-প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিজস্ব ভাষায় ৯৭ হাজার ৫৭২ শিক্ষার্থীর মধ্যে দুই লাখ ৩০ হাজার ১০৩টি বই দেয়া হচ্ছে।

আরো সংবাদ