নবীন শিক্ষার্থীদের গ্রহণের মধ্যে দিয়ে কক্সবাজার ডিসি কলেজের যাত্রা শুরু - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৭-০১ ১৩:১৯:৪৩

নবীন শিক্ষার্থীদের গ্রহণের মধ্যে দিয়ে কক্সবাজার ডিসি কলেজের যাত্রা শুরু

জসিম সিদ্দিকী: কক্সবাজার জেলা প্রশাসনের নব প্রতিষ্ঠিত কক্সবাজার ডিসি কলেজের একাদশ শ্রেণী শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে কলেজটির যাত্রা শুরু হয়েছে। ১ জুলাই কলেজের অস্থায়ী ক্যাম্পাস কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর সমাজ গঠনের লক্ষ্যে এ বছর যাত্রা শুরু করছে কক্সবাজার ডিসি কলেজ। ভবিষ্যতে এ কলজেটি দেশের জন্য একটি আদর্শিক মডেল কলেজ হিসেবে প্রতিষ্ঠা পাবে। তিনি বলেন, ডিসি কলেজে শিক্ষার্থীদের জন্য দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার সাথে সঙ্গতি রেখে আধুনিক শিক্ষা সাথে পরিচিতি করা হবে। শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে সুদক্ষ নাগরিক হিসেবে তৈরি করা হবে। কলেজ জীবন শেষ করে তারা যেন দ্রুত দেশ ও জাতির জন্য কাজ করতে পারে। একই সাথে বৃত্তি ব্যবস্থা চালু করে বিদেশে পড়ালেখারও ব্যবস্থা করা হবে শিক্ষার্থীদের। আমি মনে করে কক্সবাজার ডিসি কলেজে যে সকল ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে তাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, কক্সবাজার এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো আদিবুল ইসলাম, কক্সবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকটে সিরাজুল মোস্তাফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জনাব মুজিবুর রহমান, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি সভাপতি সালাহ উদ্দিন সিআইপি, শিক্ষাবিদ সোমেশ্বর চক্রবর্তী, কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান মো কায়সারুল হক জুয়েল, সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট রঞ্জিত দাশ, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী প্রমুখ। শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার পাশাপাশি বিনামূল্যে বই, কলেজের নির্ধারিত ড্রেস ও ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে কক্সবাজার শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আরো সংবাদ