নাইক্ষ্যংছড়িতে যুবক অপহরণের ঘটনায় আটক ১ - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০২০-০৫-৩১ ১৩:১০:২৬

নাইক্ষ্যংছড়িতে যুবক অপহরণের ঘটনায় আটক ১

মোহাম্মদ ইউনুছ , নাইক্ষ্যংছড়ি থেকে: নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বিছামারায় দুই পাহারাদারের সহযোগীতায় আপন দুলাভাই অপহরন করেছে শালাকে। ৩১ মে’ রবিবার ফজরের নামাজের পর নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা ছৈয়দ আলমের ছেলে আবুল কালাম (২৮) কে অপহরনের খবর পাওয়া গেছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, অপহরনকারীর তিন সদস্যের মধ্যে মুল অপহরনকারী আবুল কালামের আপন দুলাভাই। সে (আবুল কালাম) প্রতিদিনের ন্যায় নিজ বাড়িতে ছিল। বিছামারাস্থ তাংরা বিছামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের পাহারাদার একই ইউনিয়নের ১নং ওয়ার্ড আদর্শ গ্রামের বাসিন্দা আক্কল আলীর ছেলে আমানুল্লাহ অপহ্রত যুবকের বাড়িতে কৌশলে রাত্রি যাপন করে। ভোর ৪টায় সে (আমানুল্লাহ) আবুল কালামকে ঘুম থেকে ডেকে নামাজের জন্য মসজিদে নিয়ে আসে। সেখানে অপহরনকারী দলের আরেক সদস্য রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীর কাটা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে স্থানীয় এক শিক্ষকের বাগানের পাহারাদার মো আজিজুল হক সহ তারা দুইজনই আবুল কালামকে মূল অপহরনকারী কুতুপালংস্থ রোহিঙ্গা ক্যাম্প লম্বাশিয়ার রোহিঙ্গা রশিদ আহমদের ছেলে খাইর মোহাম্মদ এর হাতে তুলে দেয়। আটক আজিজুল হক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, দীর্ঘ দিন ধরে তিনি সহ খাইর মোহাম্মদ ও আমানুল্লাহ একই সিন্ডিকেটে বেশ কিছুদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিল। সে সুবাদে তাদের সম্পর্ক গভীর হয়। সে আরো জানান, মুল হোতা খাইর মোহাম্মদ আবুল কালামকে তার হাতে তুলে দেওয়ার জন্য সে সহ আমানুল্লাহকে ৫০ হাজার টাকায় কন্ট্রাক্ট করে। টাকার লোভে তারা দুইজন আবুল কালামকে ফজরের নামাজের পর কৌশলে গল্পগুজবের অজুহাতে জহিরের ব্রিক ফিল্ড পর্যন্ত নিয়ে যায়। সেখান থেকে পরিকল্পনা অনুযায়ী মুল হোতা রোহিঙ্গা খাইর মোহাম্মদের হাতে তুলে দিলে সহযোগীসহ খাইর মোহাম্মদ আবুল কালামকে পাহাড়ের পথ দিয়ে পশ্চিম দিকে নিয়ে যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নুরুল আবছার জানান, দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের সহযোগীতায় বিভিন্ন চাকরীর অজুহাতে বহিরাগতরা নাইক্ষ্যংছড়িতে বসবাসের সুযোগে ইয়াবা ব্যবসাসহ নানান অপকর্মে লিপ্ত হচ্ছে। এতে করে শান্ত নাইক্ষ্যংছড়ি অশান্তিতে পরিণত হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার তদন্তকারী কর্মকর্তা এস আই রাজিব জানান, আটক আজিজুল হককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরনকারী তিন জনের নাম উল্লেখ করেছে। অপরদিকে অপহৃত আবুল কালামকে উদ্ধারের চেষ্ট চলছে।

আরো সংবাদ