নাইজারে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭০ জনে - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-০১-০৩ ১৯:৫১:৩৩

নাইজারে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭০ জনে

নিউজ ডেস্ক :  নাইজারে শনিবারের ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। রোববার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলকাসে আলহাদা বলেন, নাইজারের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় মালিয়ান সীমান্তবর্তী তছোম্বাংউ ও জারোমদারে গ্রামে সন্ত্রাসীরা হামলা চালায়।

প্রাথমিকভাবে পশ্চিম আফ্রিকার দেশটির কর্তৃপক্ষ জানায়, বেসামরিক নাগরিকসহ ৫৬ জন নিহত হয়েছে। আহত হয় আরও ২০ জন।

হামলরা দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। সন্ত্রাসী হামলার শিকার গ্রাম দুটি টিলাবেরি অঞ্চলে অবস্থিত। এ অঞ্চল ২০১৭ সাল থেকে সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় আক্রান্ত হচ্ছে। অব্যাহত হামলার কারণে অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছিল।

জঘন্য এ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক। নাইজারের বন্ধুত্বপূর্ণ, ভ্রাতৃত্বপূর্ণ জনগণ এবং সরকারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে আঙ্কারা।

জাতিসংঘের হিসেব অনুযায়ী ভূমিবেষ্টিত আফ্রিকার সাহেল অঞ্চলের নাইজার, নিরাপত্তা সংকট এবং মানবিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে। দেশটিতে ২ লাখ ৩০ হাজার শরণার্থী এবং আড়াই লাখ অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষ রয়েছে। বোকা হারাম সেখানে বেশ কয়েক বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। গেল মাসে দিফা অঞ্চলে হামলা চালিয়ে ২৭ জনকে হত্যা করে তারা।

আরো সংবাদ