পটিয়ায় মুজিব কানন মিড পয়েন্টে রোহিঙ্গাদের বিফ্রিং - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-০২-১৪ ১৫:২৯:৫৩

পটিয়ায় মুজিব কানন মিড পয়েন্টে রোহিঙ্গাদের বিফ্রিং

পটিয়ায় মুজিব কানন মিড পয়েন্টে রোহিঙ্গাদের বিফ্রিং

বার্তা পরিবেশক : আজ ১৪ ফেব্রুয়ারী চট্টগ্রামের পটিয়া মুজিব কানন মিড পয়েন্টে রোহিঙ্গাদের যাত্রা বিরতি করা হয়েছে। ৪র্থ ধাপের প্রথম দিন ভাসানচর যাচ্ছে ২০১২ জন রোহিঙ্গা । ওই সময় মুজিব কানন দেখে তারা স্মরণ করছে দেশরত্ন মানবতার জননী শেখ হাসিনার সহৃদয় সিদ্ধান্তে বাংলাদেশে আশ্রয় পেয়েছে ।

এজন্য ভাসানচরে স্থানান্তরের সময় বাংলাদেশ রাষ্ট্রের জনক জাতির পিতার মুজিব কানন স্মৃতি ফলকে রোহিঙ্গা মাঝিগণ শ্রদ্ধা জ্ঞাপন করেছে । তার মুজিব কাননের বিভিন্ন উন্নয়ন মডেল দেখে প্রতিশ্রুতি দিয়েছে অপরাধমুক্ত জীবন যাপন , পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করে ছোট পরিবার গঠন , মাদক মুক্ত জীবন যাপন করবে। পাশাপাশি তারা কৃষি শাক সব্জি আবাদ পোল্ট্রি খামার মৎস্য চাষ খেলাধুলাসহ সার্বিক কৃষি উত্পাদনে অংশ নিয়ে বাংলাদেশ সরকারের আইন শৃংখলা মেনে চলবে ।

মুজিবকাননের কৃষি উন্নয়ন মডেল দেখিয়ে রোহিঙ্গা শরনার্থীদের সুস্থ অপরাধমুক্ত জীবন যাপনের ব্রিফিং দেয়া হয় ১৫ আনসার ব্যাটালিয়নের মুজিব কানন মিড পয়েন্ট যাত্রা বিরতিকালীন সময়ে ।

 

আরো সংবাদ