পাকিস্তান বলছে, কাশ্মীর পরিস্থিতিকে স্বাভাবিক বলার উপায় নেই - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৯-০৮ ২০:৩৬:৫৩

পাকিস্তান বলছে, কাশ্মীর পরিস্থিতিকে স্বাভাবিক বলার উপায় নেই

আসিফুজ্জামান পৃথিল : পাকিস্তান বলছে, কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক নয় কোনোমতেই। এ বিষয়ে ভারতের দাবি সম্পূর্ণভাবে প্রত্যাখান করেছে তারা। পাকিস্তানের ফরেন অফিস এক বিবৃতিতে বলেছে, কাশ্মীর এখনও অবরুদ্ধ আছে, সেখানকার নেতারা এখনও বন্দী। তাই পরিস্থিতিকে স্বাভাবিক বলার উপায় নেই। ডন নিউজ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ভারত দখলিকৃত জম্মু-কাশ্মীর এখনও বিশ্বের বৃহত্তম কারাগার। ৫ অগাস্ট ভারতের অন্যায় ও বেআইনি সিদ্ধান্ত কার্যকরের পর থেকে এলাকাটি এখনও নিরাপত্তা বাহিনী দ্বারা ঘেরা। ২০১৯ সাল কাশ্মীরিদের জন্য কষ্টের এটি জাতিসংঘের রেজ্যুলেশন ভাঙার বছর।’ পাকিস্তানের দাবি কৃষকদের ভারত সন্ত্রাসী দাবি করে একের পর এক প্রহসনের জন্ম দিচ্ছে।

গত ২১ অগাস্ট দুইজন কৃষক নিয়ন্ত্রণেেরখা অতিক্রম করে ভারতে প্রবেশ করে। পাকিস্তানের দাবি, তারা ইচ্ছেকৃতভাবে এ কাজ করেননি। ভারতীয় গণমাধ্যমে তাদের জঙ্গী বলা হচ্ছে। তবে ভারতীয় গণমাধ্যম আগেই বলেছিলো ধরা পরার সময় এই জঙ্গীরা ধারালো অস্ত্র ব্যবহার করে ঘাস কাটছিলো। তাদের এই ভয়ানক অস্ত্রসমেতই আটক করে নিরাপত্তা বাহিনী। সম্পাদনা : ইকবাল খান

আরো সংবাদ